বাঁকুড়া, 11 জানুয়ারি: 'পিসিমণি চোরের রানি করো চোরের চাষ, ভুল করে ফুল ফুটলে জোড়া গ্রামের সর্বনাশ...', বাঁকুড়ায় এসে কবিতার ছন্দে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের কটাক্ষ করলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ৷ লোকসভা ভোট আসন্ন তাই ডান বাম রাম সবপক্ষই কোমর বেঁধে প্রচার চালাতে নেমে পডে়ছে । ভোটের লড়াইয়ে কোন পক্ষই কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ । বুধবার বাঁকুড়ার সোনামুখী ব্লকের রনপুরে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির তরফ থেকে একটি জনসভার আয়োজন করা হয় । সেই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টলি অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ । রনপুরের সভায় খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তীব্র আক্রমণ করেন এই তরুণ তুর্কির বিজেপি নেতা ।
জনসভায় বক্তব্যের শুরুতেই কবিতার সুরে তৃণমূল কংগ্রেসের উদ্দেশে কটাক্ষ করে তিনি বলেন, "যতই ছোড়ো বোম, বন্দুক চালাও, বুকে চাকু, জেলে যাবে এক এক করে ভাইপো পিসি কাকু ।" তাঁর কথায়, যখন তৃণমূলীরা এ রাজ্যে লুঠপাঠ শুরু করেছে তখন নাকি মুখ্যমন্ত্রী নিদান দিয়েছিলেন যে বিজেপি ভোট চাইতে এলে বাড়ির মহিলারা যেন হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ করেন ৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রুদ্রনীল বলেন, "মুখ্যমন্ত্রীর মাতৃত্ববোধের সুযোগ আসেনি ৷ তাই হয়তো তিনি জানেন না বাড়ির মায়েরা হাতা খুন্তি দিয়ে কী কাজ করেন ।"