রানিবাঁধ(বাঁকুড়া), 23 অগাস্ট : মিড ডে মিলের ডালে ভাতের ফ্যান ৷ রানিবাঁধ হাইস্কুলের ঘটনা । গতকাল ওই স্কুল পরিদর্শনে যান বাঁকুড়ার BJP সাংসদ সুভাষ সরকার । তখনই বিষয়টি সামনে আসে ।
মিড ডে মিলের ডালে ভাতের ফ্যান
কোথাও শুধু নুন ভাত ৷ কোথাও ভাতের সঙ্গে নুন-তেল ৷ এবার মিড ডে মিলের ডালে ভাতের ফ্যান ৷
গতকাল রানিবাঁধে জনতার দরবার কর্মসূচিতে গেছিলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার । সেইসময় রানিবাঁধ হাইস্কুল পরিদর্শনে যান তিনি । স্কুলের রান্না ঘরে গিয়ে মিড ডে মিলের ডালে ভাতের ফ্যান মেশাতে দেখেন রাঁধুনিদের । পরে তাঁদের উপর চাপ সৃষ্টি করলে এক মহিলা রাঁধুনি ডালে ফ্যান মেশানোর কথা স্বীকার করে নেন । ওই মহিলা জানান, স্কুল প্রতিদিন মাত্র 1 কেজি ডাল দেয় । তাই বাধ্য হয়েই ফ্যান মেশাতে হয় । মহিলার এই কথা শুনে তাজ্জব হয়ে যান BJP সাংসদ । পুরো ঘটনাটি মিড ডে মিল প্রকল্প আধিকারিক ও জেলাশাসকের নজরে আনবেন বলে জানান সুভাষ সরকার । এবিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি ।
প্রসঙ্গত, কয়েকদিন ধরেই মিড ডে মিল নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি । হুগলির বালিকা বাণীমন্দিরের স্কুলে মিড ডে মিলে নুন-ভাত দেওয়ার ঘটনা সামনে আসতেই উঠে আসছে একের পর এক খবর ।