পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামী সপ্তাহ থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় চাল মিলবে বাঁকুড়ায়

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় কার্ড পিছু 5 কেজি করে চাল দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে । আজ বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার জানান, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার চাল ইতিমধ্যেই বাঁকুড়া জেলায় পৌঁছে গেছে ।

ছবি
ছবি

By

Published : Apr 30, 2020, 4:17 PM IST

বাঁকুড়া, 30 এপ্রিল : আগামী সপ্তাহ থেকেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় চাল বিতরণ শুরু হবে বাঁকুড়ায় । আজ একথা জানান সাংসদ সুভাষ সরকার।

বেশ কয়েকদিন ধরেই রেশন কার্ড ও রেশন বিলি সংক্রান্ত নানা অভিযোগ উঠছিল । আজ তা নিয়ে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকার। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার রেশন কার্ডের জন্য আবেদন করা সত্ত্বেও এখনও তা পাওয়া যায়নি । এনিয়ে বাঁকুড়া 1 নম্বর ব্লকের আধিকারিকের সঙ্গে আলোচনা করেন তিনি । বলেন, "যাঁরা এখনও পর্যন্ত রেশন কার্ড পাননি, তাঁরা বারকোড যুক্ত টোকেন দিয়েই খাদ্য সামগ্রী নিতে পারবেন । তবে তার আগে নিজেদের এলাকার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে হবে ।"

সুভাষবাবু বলেন, "প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় কার্ড পিছু 5 কেজি করে চাল দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। সেই চাল ইতিমধ্যে বাঁকুড়া জেলায় পৌঁছে গেছে । আগামী সপ্তাহ থেকে সেই চাল রেশন দোকানের মাধ্যমে বিলি করা হবে। কাজেই যাঁদের এখনও রেশন কার্ড নিয়ে সমস্যা রয়েছে, তাঁরা যেন সংশ্লিষ্ট ব্লক আধিকারিকের সঙ্গে কথা বলে সমাধান করে নেন।"

আজ ইন্দপুর এলাকার বাসিন্দারা সাংসদের কাছে উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস না পাওয়া নিয়ে অভিযোগ জানান । এবিষয়ে খোঁজখবর নেওয়ার আশ্বাস দিয়েছেন সাংসদ ।

ABOUT THE AUTHOR

...view details