বাঁকুড়া, 11 এপ্রিল: ধরেছে ফাটল ৷ আনাচে কানাচে ভিড় করেছে শ্যাওলা ৷ আগাছা যেন জঙ্গলের আকার নিয়েছে ৷ এ ভাবেই একাকী এক কোণে দাঁড়িয়ে রয়েছে বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের বসত বাড়ি । বাঁকুড়া জেলার মফস্বল শহর বেলিয়াতোড়ে আজ তাঁর বসত বাড়ি জরাজীর্ণ ৷ বাড়ির চারিদিকে এমন অবস্থা যে, তা সাধারণের প্রবেশের যোগ্য নেই ৷ বাঁকুড়া জেলা তথা সারা পৃথিবীর গর্ব বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের বাড়ির সংস্কার চাইছেন স্থানীয়রা ৷
1887 সালে আজকের দিনেই বেলিয়াতোড়ের মধ্যবিত্ত জমিদার পরিবারে জন্ম নেন চিত্রশিল্পী যামিনী রায় ৷ তাঁর সৃষ্টি লোকচিত্র, পটচিত্রের সুখ্যাতি জগৎজোড়া ৷ বিশ্ববরেণ্য এই মানুষটির নামে কলেজ রয়েছে বেলিয়াতোড়ে ৷ এমনকী ফি বছর তাঁর নামে অনুষ্ঠিত হয় একটি মেলাও । তবুও তাঁর পৈতৃক বাড়ি সংস্কারের জন্য কোনও উদ্যোগ চোখে পড়েনি ৷ রাজ্য সরকার দায়িত্ব নিয়ে বিভিন্ন মনীষীর বাড়িকে হেরিটেজ কমিশনের দৃষ্টি গোচরে নিয়ে এসে হেরিটেজ তকমা প্রদানের ব্যবস্থা করছে । একইভাবে যামিনী রায়ের বাড়িরও 'হেরিটেজ তকমা' চাইছেন স্থানীয় বাসিন্দারা ।
সন্দীপ চট্টোপাধ্যায় নামে স্থানীয় এক বাসিন্দা জানান, "বেলিয়াতোড়ে যামিনী রায়ের নামে কলেজ রয়েছে ৷ আমরা চাই তাঁর নামে একটা অক্ষত স্মৃতি ৷ দলমত নির্বিশেষে এই বাড়ির সংস্কারের জন্য সকলের এগিয়ে আসা উচিত ৷ আমরা চাই, যে ভাবে অন্যান্য বিশ্ববরেণ্য মানুষদের বাড়ি হেরিটেজ তকমা পেয়েছে, সে ভাবেই যামিনী রায়ের বাড়িও পাক হেরিটেজ সম্মান ।" জনার্দন মান নামে আরেক বাসিন্দা বলেন, যামিনী রায় সারা পৃথিবীর গর্ব ৷ তাই তাঁর বাড়িতে সংস্কারের জন্য সরকারের দৃষ্টি নিক্ষেপ করা একান্তই দরকার ।