বাঁকুড়া, 16 অগস্ট:বুধবার যাদবপুরের ছাত্র মৃত্যু ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে তলব করেছে লালবাজার । এবার এ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার ৷ তিনি বলেন, "এই ঘটনায় আরও আগেই তাঁদের তলব করা দরকার ছিল ৷ তাঁদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া উচিত ৷"
তাঁর কথায়, তলব করা মানেই তাঁরা দোষী এমনটা নয় । কিন্তু কী পরিস্থিতি হয়েছে সেটাও দেখা উচিত ৷ তাঁদের থেকে ঘটনার সত্য উঠে আসা দরকার বলে জানান সুভাষ সরকার ৷ পাশাপাশি তিনি যাদবপুরে যাওয়ার ইচ্ছেপ্রকাশ করেন ৷ তিনি বলেন, "শিক্ষা যেহেতু রাজ্য এবং কেন্দ্রের যৌথ বিষয় তাই রাজ্যের শিক্ষামন্ত্রীকে সঙ্গে নিয়েই যাদবপুরে যাব।"
যাদবপুরকাণ্ডে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন পড়ুয়া মিলে মোট 9 জনকে গ্রেফতার করা হয়েছে । তাঁদের গ্রেফতারি প্রসঙ্গে এ দিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, "আরও দ্রুত তাঁদের গ্রেফতার করা দরকার ছিল ।" এই ঘটনায় রাজ্যপাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তলব করেছেন ৷ সে বিষয়ে তিনি বলেন, "রাজ্যপালের অধিকার আছে তাদের তলব করার ।"