পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাঁকুড়ার মন্দিরে জৌলুসহীন রামনবমী - গন্ধেশ্বরী নদী

বাঁকুড়ার প্রাচীনতম এলাকা হলো রামপুর। সেখানেই রয়েছে প্রাচীন রাম মন্দির। প্রতি বছর ধুমধাম করে রামনবমী পালিত হলেও এবার হল শুধু নিয়মরক্ষা ।

ramnabami
রামনবমী

By

Published : Apr 2, 2020, 11:50 PM IST

Updated : Apr 3, 2020, 7:19 AM IST

বাঁকুড়া,2 এপ্রিল : হাজার হাজার মানুষের সমাগমের হয় প্রতি বছর ৷ কিন্তু এ বছরটা আলাদা অনেকটাই ৷ কোরোনা আতঙ্কে শুধু পুরোহিত ও সেবায়েত পরিবার বাঁকুড়ার বিখ্যাত রাম মন্দিরে পালন করল রামনবমীর অনুষ্ঠান ৷


প্রতি বছর নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় রামনবমী। শহরের হাজার হাজার ভক্তরা সমবেত হন রাম মন্দিরে। কয়েক হাজার মানুষ মন্দির প্রাঙ্গণে বসে অন্নভোগ পান প্রতিবছর। তবে এ বছরের রামনবমীর অনুষ্ঠান আগাগোড়াই ছিল একেবারেই ফিকে।কোরোনা আক্রমণের কারণে দেশজুড়ে চলছে সম্পূর্ণ লকডাউন। নিষিদ্ধ হয়েছে সমস্ত রকম জমায়েত। এই অবস্থায় প্রায় 500 বছর পুরনো রীতি ভেঙে এবার রামনবমী পালিত হল একেবারে নির্জনে। তবুও সকাল থেকে কয়েকজন ভক্ত শহরের বিভিন্ন প্রান্ত থেকে একে একে আসেন এবং মন্দিরে পুজো করিয়ে যান।

প্রায় 500 বছর আগে এই রাম মন্দিরের সূচনা করেন মরুভূমির রাজা রঘুনাথ সিংহ। কথিত আছে, গন্ধেশ্বরী নদীতে রামের পায়ের ছাপ যুক্ত একটি পাথর ভেসে আসে মিশ্র পাড়ার কাছে। সেই পায়ের ছাপকে নিয়ে রাখা হয়েছে এই মন্দির প্রাঙ্গণে। সেই থেকে এখানে রামনবমীর পুজো চলছে ।

কেউ বলেন এটি শ্রীচৈতন্যদেবের পুরী যাত্রার সময় নির্মাণ করা হয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা সমস্ত রীতি রেওয়াজ থমকে গেল COVID-19- এর হানায়।


Last Updated : Apr 3, 2020, 7:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details