পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাঁকুড়ায় অক্সিজেনের কালোবাজারি রুখতে অভিযান

আজ বাঁকুড়া শহরের নতুন চটি, দোলতলা, উত্তর প্রণবানন্দ পল্লি এলাকার বেশ কিছু দোকানে যৌথ অভিযান চালায় পুলিশ ও ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা ।

raid
raid

By

Published : May 8, 2021, 8:30 PM IST

বাঁকুড়া, 8 মে : চলতি পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা বেড়েছে ব্যাপক হারে । ফলে অক্সিজেনের কালোবাজারি দেখা দিয়েছে । এই অবস্থায় বাঁকুড়ায় কালোবাজারি রুখতে পথে নামলেন জেলা ড্রাগ কন্ট্রোল আধিকারিক ও জেলা পুলিশের এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকরা ।

আজ বাঁকুড়া শহরের নতুন চটি, দোলতলা, উত্তর প্রণবানন্দ পল্লি এলাকার বেশ কিছু দোকানে যৌথ অভিযান চালায় পুলিশ ও ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা । প্রতিটি দোকানে কী পরিমাণ অক্সিজেনের জোগান রয়েছে, কতটা পরিমাণ ও কত দামে বিক্রি করা হয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন । শহরের নতুনচটি এলাকার এক ব্যবসায়ী অতিরিক্ত দামে অক্সিজেন সরবরাহ করছেন এই অভিযোগ পেয়ে প্রয়োজনীয় তদন্ত করেন তাঁরা । অপ্রয়োজনে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার জমা রেখেছেন যাঁরা তাঁদেরও দ্রুততার সঙ্গে তা জমা দেওয়ার নির্দেশ দেন জেলা ড্রাগ কন্ট্রোল আধিকারিক সুদীপ জশ ।

বাঁকুড়ায় অক্সিজেনের কালোবাজারি রুখতে অভিযান

আরও পড়ুন : অক্সিজেন সরবরাহে নজরদারি চালাতে টাস্ক ফোর্স গঠন সুপ্রিম কোর্টের

কিশোর কুমার কুণ্ডু নামে এক ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে অতিরিক্ত দামে অক্সিজেন বিক্রি করার অভিযোগ উঠেছে ৷ ওই ব্যবসায়ী বলেন, "কীভাবে অক্সিজেন বিক্রি করছি তা খতিয়ে দেখলেন ওঁরা । পাশাপাশি প্রশাসনিকভাবে অক্সিজেনের দাম ধার্য করা হয়েছে ৷ আগামী দিনে সেই দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রি করবেন বলে তিনি জানান ।"

ড্রাগ কন্ট্রোল আধিকারিক সুদীপ জশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "জেলার ডিস্ট্রিবিউটরদের কাছে গিয়ে দেখলাম অক্সিজেনের দাম সব ঠিক আছে কিনা । সব দোকানদারদের সচেতন করা হয়েছে ৷" এরপরও কোনও দোকানদার অক্সিজেন সিলিন্ডারের দাম বেশি নিলে প্রয়োজনে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details