বাঁকুড়া, 8 মে : চলতি পরিস্থিতিতে অক্সিজেনের চাহিদা বেড়েছে ব্যাপক হারে । ফলে অক্সিজেনের কালোবাজারি দেখা দিয়েছে । এই অবস্থায় বাঁকুড়ায় কালোবাজারি রুখতে পথে নামলেন জেলা ড্রাগ কন্ট্রোল আধিকারিক ও জেলা পুলিশের এনফোর্সমেন্ট বিভাগের আধিকারিকরা ।
আজ বাঁকুড়া শহরের নতুন চটি, দোলতলা, উত্তর প্রণবানন্দ পল্লি এলাকার বেশ কিছু দোকানে যৌথ অভিযান চালায় পুলিশ ও ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা । প্রতিটি দোকানে কী পরিমাণ অক্সিজেনের জোগান রয়েছে, কতটা পরিমাণ ও কত দামে বিক্রি করা হয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন । শহরের নতুনচটি এলাকার এক ব্যবসায়ী অতিরিক্ত দামে অক্সিজেন সরবরাহ করছেন এই অভিযোগ পেয়ে প্রয়োজনীয় তদন্ত করেন তাঁরা । অপ্রয়োজনে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার জমা রেখেছেন যাঁরা তাঁদেরও দ্রুততার সঙ্গে তা জমা দেওয়ার নির্দেশ দেন জেলা ড্রাগ কন্ট্রোল আধিকারিক সুদীপ জশ ।