পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চারশোর বেশি রেলযাত্রীর কোয়ারান্টাইন বাঁকুড়ায়

আজ সন্ধ্যে নাগাদ , বাঁকুড়া রেল ও রাজ্য পুলিশ যৌথ অভিযানে নামে । কোরোনা মোকাবিলার জন্য তাঁদের এই অভিযান । যশোবন্তপুর-কামাখ্যা এক্সপ্রেসের 38 জন যাত্রী এবং ভিল্লুপুরাম-পুরুলিয়াগামী ট্রেনের প্রায় 375 জন যাত্রী বাঁকুড়া স্টেশনে নামলে , তাঁদের হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয় ।

bankura
চারশোর বেশি রেলযাত্রীর কোয়ারান্টাইন বাঁকুড়ায়

By

Published : Mar 23, 2020, 4:59 AM IST

Updated : Mar 23, 2020, 6:45 AM IST

বাঁকুড়া , 23 মার্চ : দূরপাল্লার ট্রেনের চারশোর বেশি যাত্রীকে হোম কোয়ারান্টাইনে পাঠানো হল । বাঁকুড়া রেলস্টেশনে গতকাল অভিযান চালানো হয় । কোরোনা মোকাবিলায় রেল ও রাজ্য পুলিশ যৌথভাবে এই অভিযান চালায় । সেইসময় দূরপাল্লার ট্রেনের কয়েকজন যাত্রীকে হোম কোয়ারান্টাইনে রাখার ব্যবস্থা করা হয় । যদিও তাঁদের আজ সকালে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে ।

গতকাল , সন্ধ্যে নাগাদ যশোবন্তপুর-কামাখ্যা এক্সপ্রেস থেকে 38 জন যাত্রী বাঁকুড়া স্টেশনে নামেন । পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁদের বাঁকুড়ার একটি কলেজের অস্থায়ী কোয়ারান্টাইনে পাঠানো হয় । প্রশাসন সূত্রে খবর , প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর আজ সকালে তাঁদের ছেড়ে দেওয়া হবে । এরপর রাত দশটা নাগাদ ভিল্লুপুরাম-পুরুলিয়াগামী ট্রেন থেকে প্রায় 375 জন যাত্রী বাঁকুড়া স্টেশনে নামেন । পুলিশ প্রথমে তাঁদের প্রত্যেকের নাম , ঠিকানা ও টেলিফোন নম্বর সংগ্রহ করে । পরে তাঁদের 14 দিন হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেয় । এই যাত্রীদের তথ্য স্থানীয় প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে ।

শুনে নিন হোম কোয়ারান্টাইনে রাখা যাত্রীদের কী ব্যবস্থা করবে প্রশাসন

অন্যদিকে , বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে এখনও পর্যন্ত আইসোলেশন বিভাগে নতুন করে কোনও রোগী আসার খবর নেই । তবে মেডিকেল কলেজের তরফে জানানো হয়েছে , দূর-দূরান্ত থেকে আসা রোগীদের সুবিধার্তে আজ সকাল আটটা থেকে আউটডোর পরিষেবা শুরু করে দেওয়া হবে ।

Last Updated : Mar 23, 2020, 6:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details