পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল বিধায়কের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ - jamat leader

জামাত নেতা আব্বাস আলি সিদ্দিকির ওপর হামলার প্রতিবাদে ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক শওকত আলি মোল্লার গ্রেপ্তারির দাবিতে বাঁকুড়ায় বিক্ষোভ মিছিল ৷

Protest rally of minority community in bankura
বাঁকুড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের বিক্ষোভ মিছিল

By

Published : Aug 11, 2020, 1:23 PM IST

বাঁকুড়া, 11 অগাস্ট : দক্ষিণ 24 পরগনায় আহালে জামাত নেতা আব্বাস আলি সিদ্দিকির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ৷

আজ ওন্দা থানার পুনিশোল গ্রামে বিক্ষোভ দেখায় স্থানীয়রা ৷ দাবি ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক শওকত আলি মোল্লাকে গ্রেপ্তার করা হোক ৷ অভিযোগ, 2021 সালে বিধানসভা নির্বাচনে খারাপ ফলের আশঙ্কায় শওকত আলি মোল্লা এই নিয়ে দু'বার ওই জামাত নেতাকে খুন করার চেষ্টা করেন ৷

অবিলম্বে তৃণমূল বিধায়ককে গ্রেপ্তার না করা হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা ৷

ABOUT THE AUTHOR

...view details