পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নারদকাণ্ডে গ্রেফতারির প্রতিবাদে বাঁকুড়ায় মিছিল, বিক্ষোভ - নারদ

নারদকাণ্ডে চার অভিযুক্তের গ্রেফতারির প্রতিবাদ ৷ বাঁকুড়ায় প্রতিবাদ কর্মসূচি জেলা তৃণমূল কংগ্রেসের ৷ নেতৃত্বে দলের জেলা সভাপতি শ্যামল সাঁতরা ৷

wb_bnk_04_protest_for_tmc_leaders_arrest_visu_byte_wb10034
নারদ কাণ্ডে গ্রেফতারির প্রতিবাদে বাঁকুড়ায় মিছিল, বিক্ষোভ

By

Published : May 17, 2021, 6:51 PM IST

বাঁকুড়া, 17 মে : তৃণমূলের দুই প্রাক্তন মন্ত্রী ও দুই বর্তমান মন্ত্রীকে সিবিআইকে দিয়ে গ্রেফতার করিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এই অভিযোগ তুলে সরব হলেন বাঁকুড়ার তৃণমূল কর্মী ও সমর্থকরা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যপাল জগদীপ ধনকড়কে কাঠগড়ায় তুলে বিক্ষোভ প্রতিবাদ মিছিলে শামিল হলেন তাঁরা ৷

সোমবার বাঁকুড়ার সোনামুখী শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাঁকুড়া জেলার সোনামুখী শহরে প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ করা হয় ৷

বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরার নেতৃত্বে সোনামুখী শহর এলাকায় মিছিল ও বিক্ষোভ দেখানো হয় ৷ শহরের চৌমাথা মোড়ে পালিত হয় এই কর্মসূচি ৷ সেখানেই জেলা তৃণমূল সভাপতি বলেন, ‘‘বিধানসভা ভোটে 213টি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস ৷ বিজেপি তাই প্রতিহিংসা পরায়ণ হয়ে চারজনকে গ্রেফতার করিয়ে তৃণমূলকে অপদস্ত করার চেষ্টা করছে ৷ এই কাজে লাগানো হয়েছে সিবিআইকে ৷’’

আরও পড়ুন :সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের লালবাজারে

এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যপাল জগদীপ ধনকড়কেও কাঠগড়ায় তোলেন শ্যামল ৷ তাঁর দাবি, যতক্ষণ না পর্যন্ত অন্যায়ভাবে গ্রেফতার করা তৃণমূল নেতা, মন্ত্রীদের নিঃশর্ত মুক্তি দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত জেলার ব্লকে-ব্লকে, অঞ্চলে-অঞ্চলে প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ চলবে ৷

ABOUT THE AUTHOR

...view details