পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Patgara Primary School: আর নয় 'বোরিং' ক্লাসরুম, বিভিন্ন পড়ার পাঠে সেজেছে এই প্রাথমিক বিদ্যালয় - পড়ার পাঠে সেজেছে পাটগড়া প্রাথমিক বিদ্যালয়

স্কুল চত্বর বা ক্লাস ঘরে গেলে দেখা মিলবে সহজ পাঠ থেকে মনীষীদের জীবনী ৷ ছবিটি পাটগড়া প্রাথমিক বিদ্যালয়ের (Patgara Primary School) ৷ এরকমই অভিনব পদ্ধতিতে শিক্ষাঙ্গনকে সাজিয়ে তোলা হয়েছে বাঁকুড়ায় ৷

ETV Bharat
পাটগড়া প্রাথমিক বিদ্যালয়

By

Published : Dec 29, 2022, 7:32 PM IST

পড়ার পাঠে সেজেছে পাটগড়া প্রাথমিক বিদ্যালয়

বাঁকুড়া, 29 ডিসেম্বর: একদিকে যখন রাজ্যে শিক্ষকের অভাবে একের পর এক বন্ধ হচ্ছে স্কুল ৷ অপর দিকে জেলায় জেলায় ভগ্ন দশায় তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ৷ তখন সম্পূর্ণ এক ভিন্ন ছবি ধরা পড়ল বাঁকুড়ায় ৷ প্রান্তিক গ্রামে অবস্থিত পাটগড়া প্রাথমিক বিদ্যালয় (Patgara Primary School) ৷

এই স্কুলের দেওয়ালে জায়গা করে নিয়েছি সহজপাঠ থেকে দেশের জাতীয় সংগীত ৷ রঙ তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে গাছ লাগাও প্রাণ বাঁচাও থেকে 15 অগস্টের মাহাত্ম ৷ রয়েছে বিদ্যালয় চত্বরে রকমারি গাছ ৷ মিউজিক সিস্টেম চালিয়ে সুরের তালে পড়ুয়াদের দেওয়া হচ্ছে এবিসিডি থেকে নামতার পাঠ ৷ আর এসব দেখে বেজায় উৎসাহিত ছাত্রছাত্রীরা ৷ এরকম অভিনবভাবে পড়ার পাঠ তাদের আরও বেশি স্কুলমুখী করছে ৷ পাটগড়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা বলে, "স্কুল ছেড়ে আমাদের বাড়ি যেতে ইচ্ছে করে না ৷ রোজ স্কুলে আসি আমরা । খুব ভালো লাগে স্কুলে আসতে ৷" (Primary school beautifully decorated for students)

স্কুল চত্বরে রয়েছে সচেতনতামূলক বার্তা

এক ঝলকে দেখলে মনে হতেই পারে ছোট্ট ছোট্ট কিশলয়দের জন্য তৈরি হয়েছে আরেক শান্তিনিকেতন । আর এই অভিনব ভাবনা পাটগড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিশ্বজিৎ মণ্ডলের ৷ তাঁর উদ্যোগেই সেজে উঠেছে ক্লাসরুম থেকে পুরো স্কুল চত্বরটি ৷ সম্পূর্ণ নিজ প্রচেষ্টায় বিনা পারিশ্রমিকে পুরো শিক্ষাঙ্গনকে দিন-মাসের আঁকি-বুকি থেকে সচেতনতামূলক বার্তা দিয়ে ফুটিয়ে তুলেছেন তিনি । বিশ্বজিতের ইচ্ছে যেভাবে পশ্চিমবঙ্গের বাকি প্রাথমিক বিদ্যালয়গুলি 'মডেল স্কুলের' স্বীকৃতি পাচ্ছে ৷ ঠিক সেইভাবে তারও এই স্কুল মডেল বিদ্যালয়ের স্বীকৃতি পাক ।

রয়েছে সহজ পাঠ থেকে মনীষীদের জীবনী

আরও পড়ুন:ভাড়াবাড়িতে ভগ্নপ্রায় সরকারি প্রাথমিক স্কুল, নেই পানীয় জল ও বাথরুম

বিশ্বজিৎ মণ্ডল বলেন, "স্কুলে পড়া মানে শুধু বইয়ে মুখ গুজে নয়, ছবির মাধ্যমে পড়লে আরও বেশি উৎসাহী হবে ছাত্রছাত্রীরা ৷ আমি স্কুলটিকে সম্পূর্ণ নিজের ভেবেই এই কাজে ব্রতী হয়েছি । তবে এই কাজে স্কুলের প্রধান শিক্ষক আমাকে খুব সাহায্য করেছেন। আমি সোশ্যাল মিডিয়া ঘেটে এবং বাকিটা নিজের ভাবনা দিয়েই স্কুলটিকে সাজিয়ে তুলেছি ৷" আর তার এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসী-সহ স্কুলের প্রধান শিক্ষকও ।

রঙ তুলিতে সাজিয়ে তোলা হয়েছে বিদ্যালয়টি

আরও পড়ুন:বিদ্যালয় ভাঙা, তাই হরি মন্দিরে চলছে স্কুল

ABOUT THE AUTHOR

...view details