বাঁকুড়া, 1 ডিসেম্বর : উচ্চশিক্ষিত হয়েও চাকরি নেই ৷ দু'টো বিষয়ে এমএ (Double MA), বিএড করা বাঁকুড়ার দেবনাথ বাগদি একজন সাধারণ কৃষক ৷ চাষবাস করে দিন গুজরান না-হওয়ায়, তাঁর পাশে দাঁড়িয়েছে তাঁর বড় মেয়ে ৷ মাধ্যমিক পরীক্ষার্থী মেয়েটি সার্কাসে কাজ করে অর্থ উপার্জন করছে ৷
বাঁকুড়া (Bankura Farmer) জেলার পাত্রসায়র ব্লকের বামিরা গ্রাম ৷ সেখানেই বাস দেবনাথ বাগদী ও তাঁর পরিবারের । দুই মেয়ে এবং স্ত্রীকে নিয়ে সংসার । জোড়া বিষয়ে সেরেছেন স্নাতকোত্তর ডিগ্রি (Double MA)৷ সঙ্গে পূর্ণ করেছেন শিক্ষক প্রশিক্ষণের বিএড ডিগ্রি (BEd) ৷ তবুও ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে আজ দেবনাথ বাগদী এক সাধারণ গ্রামীণ কৃষক । তবে চাষবাস করেও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন ৷ নুন আনতে পান্তা ফুরোচ্ছে ৷
সংসার চালানোর মূল উৎস কৃষিকাজ ৷ এ বছর ধানের ফলন ভাল হলেও শোষক পোকার আক্রমণে নষ্ট হয়ে গিয়েছে সব ফসল ৷ যার জেরে চরম সমস্যায় পড়েছে গোটা পরিবার । দেবনাথবাবুর (Bankura news) দুই মেয়ে সায়ন্তী ও বৃষ্টি ৷ বড় মেয়ে সায়ন্তী দশম শ্রেণিতে পড়ে ৷ বাবার আর্থিক অনটন দূর করার জন্য সে গান-বাজনা এবং পড়াশোনার পাশাপাশি একটি সার্কাস সংস্থায় কাজ করার জীবিকাকে বেছে নিয়েছে ।