বিষ্ণুপুর, 5 মে : প্রথমে তৃণমূলের অভিযোগ । অভিযোগ অস্বীকার BJP-র । পাশাপাশি পালটা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । বাঁকুড়ায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার চাল নিয়ে শুরু রাজনীতি ।
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার চাল তুলে দেওয়া হয়েছে রাজ্য সরকারের হাতে । সেই চাল বিলিও শুরু হয়েছে বাকুঁড়ায় । কিন্তু তৃণমূলের অভিযোগ, কেন্দ্রের পাঠানো চাল নিম্নমানের । এই চাল মানুষ খেলে অসুস্থ হয়ে পড়বে । তৃণমূলের তরফে এই অভিযোগ পাওয়ার পর গতকাল বেশ কয়েকটি রেশন দোকান পরিদর্শন করেন সাংসদ সুভাষ সরকার । এরপরই তিনি তৃণমূল অভিযোগ অস্বীকার করে জানান, কেন্দ্রের পাঠানো চালের গুনগত মান যথেষ্ট ভালো । পাশাপাশি সুভাষ সরকার বলেন, "নির্দিষ্ট কোনও জায়গায় যদি খারাপ চাল পাওয়া যায়, সেবিষয়ে জানানো হলে তা বদলের ব্যবস্থা করব ।"