ইন্দাস, 7 জুলাই : থানা ঘেরাও করে বিক্ষোভ BJP কর্মী সমর্থকদের । বিষ্ণুপুরের ইন্দাসের ঘটনা । অভিযোগ, BJP কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এলাকায় বোমাবাজিও করে । আহত হন কয়েকজন BJP কর্মী । গ্রামের এক কিশোরকে মারধর করা হয়েছে । দাবি, দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।
BJP কর্মীদের বাড়িতে হামলা, বোমাবাজির অভিযোগ ; থানা ঘেরাও - TMC-BJP clash at indas
তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে ইন্দাস থানা ঘেরাও করল BJP । যদিও, স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে ।
allegation of bombing at indas in bankura
জানা গেছে, সোমবার ইন্দাসের হেয়াতনগর গ্রামে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালন করছিল স্থানীয় BJP কর্মী সমর্থকরা । অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় BJP ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে ঝামেলা হয় । তারপরই গতকাল গভীর রাতে ওই এলাকায় হামলা চালায় ।
আজ বিষ্ণুপুর জেলার BJP সভাপতি হরকালি প্রতিহারের নেতৃত্বে ইন্দাস থানার সামনে ঘেরাও বিক্ষোভ দেখায় BJP কর্মী সমর্থকরা । জেলা পুলিশের তরফ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মেলায় বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয় ।