বাঁকুড়া, 28 জুলাই : করোনা সংক্রান্ত কড়া বিধিনিষেধ চলছে পশ্চিমবঙ্গ জুড়ে ৷ মে মাসের মাঝামাঝি রাজ্য সরকারের নির্দেশে শুরু হয়েছিল এই আত্ম-অনুশাসন ৷ এখন যদিও অনেকটাই শিথিল হয়েছে করোনাবিধি ৷ কিন্তু রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কারফিউ বলবৎ রয়েছে ৷ গত কয়েকদিনে তা আরও কড়া হয়েছে ৷
আরও পড়ুন :একদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ইন্দাসে, আতঙ্কে গ্রামবাসী
এর কারণ করোনার সংক্রমণ কমতে থাকায় মানুষের মধ্যে একটা অসতর্কতার লক্ষণ দেখা যাচ্ছে ৷ গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কমবেশি একই পরিস্থিতি রয়েছে ৷ বাঁকুড়াও তার ব্যতিক্রম নয় ৷ বিশেষ করে রাতের দিকে জেলার বিভিন্ন জায়গায় বিধিনিষেধ উড়িয়ে অনেককেই বাইরে বের হতে দেখা যাচ্ছে ৷
তাই বাঁকুড়াতেও কড়া নজরদারি শুরু করেছে পুলিশ ৷ রাত বাড়লেই শুরু হচ্ছে নাকা চেকিং ৷ প্রায় প্রতিটি গাড়ি ধরে ধরে চেকিং করা হচ্ছে ৷ পুলিশ সূত্রে খবর, অনেকেই উপযুক্ত কারণ দর্শাতে পারছেন না ৷ তাঁদের অতিমারী আইনে আটক করা হচ্ছে ৷ রোজই বেশ কয়েকজন আটক করা হচ্ছে ৷ বাজেয়াপ্ত করা হচ্ছে বাইক, চারচাকার গাড়িও ৷