বাঁকুড়া, 23 জুন : জয়শ্রীরাম ধ্বনি দেওয়ার জন্য BJP কর্মীদের উপর গুলি চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । গুলিবিদ্ধ তিনজন । জানা গেছে, জখমদের মধ্যে একজন বছর তেরোর কিশোরও রয়েছে । গুলিবিদ্ধ তিন জন সৌমেন বাউরি (13), তাপস বাউরি ও টুলু খাঁ । প্রত্যেকই হাটকৃষ্ণনগর গ্রামের বাসিন্দা । তারা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । বাঁকুড়ার পাত্রসায়রের কাঁকরডাঙার ঘটনা ।
গতকাল তৃণমূল নেতা তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী পাত্রসায়রে 'জনসংযোগ যাত্রা' করেন । BJP-র অভিযোগ ওই যাত্রায় বাইরে থেকে প্রচুর লোক এনে জমায়েত করেছিল তৃণমূল । তাদের মধ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাও ছিল । শুভেন্দু অধিকারীর গাড়ি কাঁকরডাঙা মোড়ে আসতেই জয়শ্রীরাম ধ্বনি দেন BJP কর্মীরা । তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পাত্রসায়রের BJP-র 2 নম্বর মণ্ডল সভাপতি তমালকান্তি গুঁইয়ের দোকানে হামলা চালায় । স্থানীয়রা প্রতিবাদ করলে, পুলিশ দুষ্কৃতীদের আটক না করে সেখানে BJP কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ । এর জেরেই জখম হন তিনজন ।
এলাকার BJP-কর্মীদের দাবি, শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে 'জয়শ্রীরাম' ধ্বনি দেওয়ার অপরাধেই পুলিশ গুলি চালায় । পাশাপাশি তাদের দাবি, ঘটনাস্থান থেকে উদ্ধার হওয়া কার্তুজের খোল দুটি পুলিশেরই । যদিও গুলি চালানোর কথা অস্বীকার করেছে পুলিশ ।