খাতড়া, 12 মে : ভোটের আগে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের BJP-র যুগ্ম আহ্বায়ক শ্যামল সরকারকে আটক করল পুলিশ । গতকাল পুলিশ তাঁকে আটক করে । বাঁকুড়া জেলা পুলিশ সূত্রে খবর, পরশু খাতড়ায় এক কর্তব্যরত পুলিশকর্মীর উপর চড়াও হয়েছিলেন শ্যামল সরকার । সেই অভিযোগেই তাঁকে আটক করা হয়েছে । শ্যামল সরকারকে আটক করার পিছনে তৃণমূলের চক্রান্ত দেখছে বাঁকুড়া জেলা BJP নেতৃত্ব । তাঁদের অভিযোগ, ভোটে তৃণমূলকে সুবিধা করে দিতেই শ্যামল সরকারকে আটক করা হয়েছে ।
বাঁকুড়ায় ভোটের আগে আটক BJP নেতা - election
BJP-র অভিযোগ, পুলিশ নির্বাচন বিধি লঙ্ঘন করে তৃণমূলের হয়ে কাজ করছিল । তার প্রতিবাদ করাতেই শ্যামল সরকারকে পুলিশ আটক করে ।
![বাঁকুড়ায় ভোটের আগে আটক BJP নেতা](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3255887-629-3255887-1557608760771.jpg)
BJP নেতা
শ্যামল সরকারকে আটক করার প্রসঙ্গে বাঁকুড়া জেলা পুলিশ সুপার জানান, আটক শ্যামল সরকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । এবিষয়ে বিস্তারিত পরে জানানো হবে । পরশু রাতে খাতড়ায় কর্তব্যরত এক পুলিশকর্মীর উপর শ্যামলবাবু চড়াও হন । আরও কিছু অভিযোগ রয়েছে ধৃত ওই BJP নেতার বিরুদ্ধে ।
যদিও বাঁকুড়া জেলা BJP-র তরফে জানানো হয়, পুলিশ নির্বাচন বিধি লঙ্ঘন করে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছিল । শ্যামল সরকার তার প্রতিবাদ করেন । সেকারণেই তাঁকে আটক করা হল । বাড়ি থেকে তাঁকে আটক করা হয়েছে ।