বাঁকুড়া, 13 জানুয়ারি: ইংরেজিতে এমএ ৷ পাশাপাশি রয়েছে আইনের ডিগ্রি ৷ শুধু তাই নয়, ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারি ৷ চোরের বিবৃতি শুনে চক্ষু চড়কগাছ খাঁকি উর্দি ধারীদের । ঘটনাটি বাঁকুড়া সদর থানার ৷
জানা গিয়েছে, গত 3 জানুয়ারি বাঁকুড়া শহরের বুকে কেরানীবাঁধে শিক্ষিকার ফ্ল্যাট থেকে তালা ভেঙে নগদ টাকা-সহ গহনা অন্যান্য সামগ্রী চুরির অভিযোগ ওঠে । সেই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় বাঁকুড়া সদর থানায় । সেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ । এরপর সিসি ক্যামেরার ছবি ও অন্যান্য গোপন সূত্রকে কাজে লাগিয়ে চোরকে ধরতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের মেচেদায় পাড়ি দেয় বাঁকুড়া সদর থানার পুলিশ । এই চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মেচেদা বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় সৌমাল্য চৌধুরী নামে বছর 35-এর এক যুবককে ৷
এতদূর পর্যন্ত সবই ঠিক ছিল ! কিন্তু তদন্তকারী পুলিশ অফিসারদের চোখ রীতিমতো কপালে উঠে যায় চোরের বায়োডাটা শুনে ৷ কারণ এই চোর যে সে চোর নয় ! সৌমাল্যের দাবি, তাঁর রয়েছে ইংরেজিতে স্নাতকোত্তরের ডিগ্রি ৷ তিনি অর্জন করেছেন আইনের ডিগ্রিও । সূত্র মারফত খবর, সৌমাল্য চৌধুরীর বাবা-মা কর্মসূত্রে আসানসোলের বাসিন্দা ছিলেন । বাবা কোনও এক সরকারি দফতরের কর্মী ছিলেন ৷ মা পেশায় স্কুল শিক্ষিকা ।
তদন্তকারী পুলিশ আধিকারিকেরা জানান, সৌমাল্য পড়াশোনাতে ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন । তবে ডিগ্রি নিয়েই তিনি ক্ষান্ত থাকেননি , এই যুবক ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব জোনের খড়গপুর এবং আদ্রা ডিভিশনে কয়েক বছর কর্মরতও ছিলেন । কিন্তু এর বেশ কয়েক বছর পরই মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ায় তাঁকে ছেড়ে দিতে হয় কেন্দ্রীয় সরকারের ওই চাকরি । পরবর্তীতে তিনি নিজেকে চুরি বিদ্যায় পারদর্শী করে তোলেন । এই প্রথম নয়, একের পর এক চুরির ঘটনার সঙ্গে জড়িত সৌমাল্য ৷ এমনটাই তদন্তে উঠে এসেছে বলে দাবি পুলিশের ।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান, 'ক্লিপটোম্যানিয়া' নামে একটি মানসিক রোগে আক্রান্ত যুবক । 'ক্লিপটোম্যানিয়া' হল, এমন একটি মানসিক বিকার যেখানে কোন এক ব্যক্তির চুরির প্রতি আসক্ত হয়ে ওঠে । বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, "কোনও অভাবের জেরে নয়, অভ্যাসের জেরেই সে এই কাজ করে । বিভিন্ন জায়গা থেকে তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে ৷ অনেকবার পুলিশের জালে ধরাও পড়েছে । বাঁকুড়ার এই চুরির পুরো ঘটনাটা বিশদে খতিয়ে দেখছে পুলিশ ।"
আরও পড়ুন:
- নবমীতে বাড়ি ফাঁকা রেখে প্রতিমা দর্শন! লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীরা
- কলকাতায় চুরি যাচ্ছে জলের মিটার, সমস্যার মুখে ওয়াটার লস ম্যানেজমেন্ট প্রকল্প
- বারুইপুরে স্কুলের আলমারি ভেঙে চুরি 15 হাজার টাকা, চাঞ্চল্য এলাকায়