বাঁকুড়া, 1 জুলাই: রাজ্য ও কেন্দ্রীয় সরকারের তরফে যখন শিক্ষার মানোন্নয়নে জোর দেওয়া হচ্ছে, ঠিক তখনই শিশু শিক্ষার্থীদের গ্রামের স্কুলে পাঠিয়েও নিশ্চিন্ত নন বাঁকুড়ার খাতড়ার ধানাড়া গ্রামের অভিভাবকেরা (Poisonous Snakes Found in School)। মাটির দেওয়াল, দুর্বল ছাউনি যুক্ত জরাজীর্ণ ক্লাস ঘর । ভাঙা দেওয়ালের ফাঁকে মাঝে মধ্যেই দেখা মিলছে বিষধর সাপের । সবমিলিয়ে দুর্বিষহ এই পরিস্থিতিতে ছেলে মেয়েরদের আর ওই স্কুলে পাঠাবেন কি না, ভেবে উঠতে পারছেন না তাঁরা ।
1954 সালে প্রতিষ্ঠিত এই স্কুলে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীর সংখ্যা 72 । তিন জন শিক্ষক ও এক জন শিক্ষিকা রয়েছেন । হাজারো বিপদের আশঙ্কার মধ্যেও ধানাড়া প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ স্কুল বাড়িটির খোলা বারান্দায় গাদাগাদি করে বসতে হয় ছাত্রছাত্রীদের ।
আরও পড়ুন :Teachers Wearing School Dress : পড়ুয়াদের সঙ্গে শিক্ষকরাও পরে আসছেন 'স্কুল ড্রেস'