সোনামুখী, 16 অগস্ট:রাস্তায় পাম্প বসিয়ে চলছে জল সেচার কাজ ৷ শহরের রাস্তায় এই দৃশ্য় স্বাভাবিক হলেও, বাঁকুড়ার তা এক প্রকার বিরল ৷ বুধবার এই দৃশ্যই দেখা গেল স্থানীয় সোনামুখী ব্লকের রাধামোহনপুর পঞ্চায়েতের নিত্যানন্দপুর মিনি মার্কেট সংলগ্ন রাস্তা ৷ রাস্তার মধ্যে একাধিক জায়গায় বিশালাকৃতি গর্ত ৷ সেখানে জমে রয়েছে জল ৷ তার জেরে দুর্ঘটনাও ঘটেছে ৷ এই রাস্তা সারাইয়ের দাবিতেই সরব হলেন এলাকাবাসী ৷ বুধবার সোনামুখী ব্লকের রাধামোহনপুর পঞ্চায়েতের নিত্যানন্দপুর মিনিমার্কেট এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা ৷
বিক্ষোভকারীদের দাবি , নিত্যানন্দপুর মিনি মার্কেটে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা রাস্তায় বিশালাকৃতি গর্ত তৈরি হয়েছে ৷ যেখানে বৃষ্টি হলেই জমছে জল ৷ ফলে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষদের ও স্কুল পড়ুয়াদের । কিন্তু তারপরও রাস্তার সংস্কার না হওয়াতে স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান । বিক্ষোভের খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে সোনামুখী থানার পুলিশ এবং স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ । শুরু হয় পাম্প দিয়ে জল সেচার কাজ ৷ পাশাপাশি রাস্তা সারাইয়ের কাজেও উদ্যোগী হয় জেলা পরিষদের সদস্যরা ৷
ঘটনার বর্ণনা দিতে গিয়েই মিলন হালদার নামে এক স্থানীয় টোটো চালক জানান, রাস্তায় বড় বড় গর্ত থাকায় সেখানে জল জমেছে ৷ তাতে যাতায়াত করতে গিয়ে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা ৷ দুর্ঘটনাও ঘটেছে ৷ অথচ প্রশাসনের সেদিকে কোনও হুঁশ নেই ৷ তারই প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷