বাঁকুড়া, 26 নভেম্বর : লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় দু'টি আসন দখল করেছে BJP ৷ উৎসাহ পেয়েছেন জেলার BJP-র কর্মী-সমর্থকরা ৷ তাই জেলা BJP-তে নতুন কয়েকজনকে আনার পরিকল্পনা শুরু করল দলীয় নেতৃত্ব ৷ পাশাপাশি, সংগঠন বিস্তারের কাজে নিজেদের সুবিধার্থে কয়েকটি মণ্ডলের এলাকারও পরিবর্তন করা হল ৷
2021-র জন্য জোর প্রস্তুতি, জেলা BJP-তে আসছে নতুন মুখ - new members in BJP in Bankura
জেলা BJP-তে নতুন কয়েকজনকে আনার পরিকল্পনা শুরু করল দলীয় নেতৃত্ব ৷ পাশাপাশি, সংগঠন বিস্তারের কাজে নিজেদের সুবিধার্থে কয়েকটি মণ্ডলের এলাকারও পরিবর্তন করা হল ৷
বাঁকুড়ায় BJP-র মোট 26টি মণ্ডল ছিল, যা 29টি করা হচ্ছে ৷ এক্ষেত্রে, সংগঠন বিস্তারের সুবিধার্থে ইন্দপুর মণ্ডলকে দু'টি ভাগে ভাগ করা হয়েছে ৷ বাঁকুড়া সদর মণ্ডলকে মোট তিনটি ভাগে ভাগ করা হচ্ছে ৷ ইতিমধ্য, 27টি মণ্ডল নির্বাচিত করা হয়েছে ৷ কয়েকদিনের মধ্যে বাঁকুড়া সদরের কাজও সেরে ফেলা হবে বলে BJP সূত্রে জানানো হয়েছে ৷
জেলার 29টি মণ্ডলের মধ্যে ইতিমধ্যে 12টি মণ্ডলে নতুন মুখ আনা হয়েছে ৷ তাঁদের মধ্যে ছ'জন একেবারেই যুবক ৷ পাশাপাশি, জঙ্গলমহলকে আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান জেলা BJP সভাপতি ৷ আজ থেকেই মণ্ডল সভাপতিদেরকেও নিজের নিজের এলাকায় সংগঠনের কাজে মনোযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷