বাঁকুড়া, 13 মে : দীর্ঘদিন ধরে বেহাল রাস্তায় যাতায়াতে চরম সমস্যায় সাধারণ মানুষ ৷ রীতিমতো ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ থেকে পথ চলতি সকলেই । বাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের হরনাথ মন্দির সংলগ্ন এলাকা থেকে সোনামুখী রেল স্টেশন পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা হাল খারাপ (Bankura Sonamukhi Road)।
সাধারণ মানুষের অভিযোগ, অমলনগর এলাকায় এফসিআই-এর গোডাউন রয়েছে ৷ বড় বড় গাড়ি ঢোকার কারণে আরও বেশি রাস্তা খারাপ হচ্ছে ৷ পাশাপাশি বর্ষাকালে বৃষ্টির জলে খানাখন্দ ভরে যায় ৷ ফলে আরও সমস্যায় পড়তে হয় পথচলতি সাধারণ মানুষদের । 13 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষদের পাশাপাশি সোনামুখী রেলস্টেশন যাওয়ার জন্য এই রাস্তায় প্রতিদিন বহু মানুষ যাতায়াত করে থাকেন ৷ অন্যদিকে সোনামুখী আইটিআই কলেজের ছাত্র-ছাত্রীরাও ব্যবহার করেন এই রাস্তা । প্রায় দেড় কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা ৷ সাইকেল টোটো চারচাকা নিয়ে যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে সকলকে । কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি সোনামুখী পৌরসভা কর্তৃপক্ষের ।