বিষ্ণুপুর, 25 জুন : হাসপাতালের চারতলা থেকে উদ্ধার হল রোগীর ঝুলন্ত দেহ । বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা । মৃতের নাম বাপ্পা বাউরি (৩৭) । বাড়ি বিষ্ণুপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডের কাদাকুলি বাউরি পাড়ায়।
গত বুধবার পেটের ব্যথা নিয়ে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি হয়েছিলেন বাপ্পা । এরপরে কিছুটা সুস্থ বোধ করায় শুক্রবার ছুটি চান তিনি । সেই মতো শনিবার তিনি বাড়ি যেতে পারবেন বলে জানান চিকিৎসকরা । শনিবার তাঁর স্ত্রী বাপ্পাকে বাড়ি নিয়ে যাওয়ার হাসপাতালে আসেন । কিন্তু, সেদিন সকাল থেকে নিখোঁজ হয়ে যান বাপ্পা । বিষয়টি তাঁর স্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে জানালেও তারা কোনও পদক্ষেপ করেনি বলে অভিযোগ । দু'দিন নিখোঁজ থাকার পর আজ হাসপাতালের চারতলার অব্যবহৃত অপারেশন থিয়েটার থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ।