পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Lightning in TMC Meeting: তৃণমূলের সভায় এসে বজ্রপাতে মৃত 1, আহত অন্তত 50 - গাছের উপরই বজ্রপাত ঘটে

বাঁকুড়া জেলার ইন্দাস থানা এলাকায় সভা করার কথা ছিল তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের। আর সেই সভায় যোগ দিতে এসেই বিপত্তি ৷ প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারালেন এক ব্যক্তি ৷ আহত 50-এরও বেশি ৷

Etv Bharat
বজ্রপাতে মৃত এক

By

Published : Apr 30, 2023, 9:01 PM IST

Updated : Apr 30, 2023, 9:28 PM IST

বজ্রপাতে মৃত এক

বাঁকুড়া, 30 এপ্রিল: তৃণমূল কংগ্রেসের সভায় এসে বজ্রপাতে মৃত দলের এক কর্মী ৷ জখম কমপক্ষে প্রায় 50 জন তৃণমূল কর্মী-সমর্থক। রবিবার তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের ইন্দাসের সভায় যোগ দিতে এসে প্রাকৃতিক দুর্ঘটনার শিকার হয়েছেন একাধিক তৃণমূল কর্মী-সমর্থক ৷ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তৃণমূল নেতা ৷

এদিন জেলার ইন্দাস থানা এলাকার আশিনপুরে সভা করতে যাওয়ার কথা ছিল তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্যের। তৃণমূলের সভায় যোগ দিয়েছিলেন বহু তৃণমূল কর্মী-সমর্থক। সভা শুরুর আগেই অবশ্য দুর্যোগ শুরু হয় ৷ বৃষ্টির সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত হতে থাকে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বৃষ্টি শুরু হতেই অবশ্য সভাস্থল ছেড়ে যে যার নিজের মতো করে নিরাপদ আশ্রয়ের খোঁজে আশপাশে ছড়িয়ে যায় তৃণমূলের কর্মীরা। স্থানীয়রা জানিয়েছেন, এই সময় ব়ষ্টির হাত থেকে বাঁচতে অনেকেই আশ্রয় নিয়েছিল সভাস্থলের পাশে থাকা একটি বট গাছের তলায়।

পুলিশ সূত্রে খবর, গাছের উপরই বজ্রপাত ঘটে ৷ সেই গাছের তলায় থাকা প্রত্যেকেই কম বেশি আহত হয়েছেন বলে খবর। তড়িঘড়ি তাদের প্রত্যেককেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ৷ সেখানে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত ওই তৃণমূল সমর্থক সামাদ মল্লিক। বাতানিয়া গ্রামের বাসিন্দা 42 বছর বয়সী ওই তৃণমূল কর্মীও এদিন দেবাংশুর সভায় হাজির ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, বাজ পড়ার ঘটনায় আহতের সংখ্যা 50 জনেরও বেশি। এদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাদের চিকিৎসার জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীর সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

অন্যদিকে, ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেবাংশু ভট্টাচার্য ৷ তিনি জানান, প্রবল দুর্যোগের জেরে সভাস্থলে পৌঁছনোর আগেই কর্মসূচি বাতিল করে দিতে হয় ৷ তবে সোমবার ঘটনাস্থলে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি ৷ পাশাপাশি আহতদের দেখতে বর্ধমান মেডিকেল কলেজে যাবেন বলেও জানিয়েছেন দেবাংশু ৷

আরও পড়ুন: বাঙুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ল্যাম্পপোস্টে লাগা আগুন ছড়াল পাশের বহুতলে

Last Updated : Apr 30, 2023, 9:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details