পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ওন্দা সুপার স্পেশালিটি হবে বাঁকুড়ার কোরোনা হাসপাতাল - coronavirus precautions

বাঁকুড়ার ওন্দা হাসপাতাল কোরোনা হাসপাতালে রূপান্তরিত করার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী । এখনো পর্যন্ত হাসপাতালটিতে 282টি শয্যা রয়েছে ।

onda super speciality hospital corona hospital
ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল হবে বাঁকুড়ার করোনা হাসপাতাল

By

Published : Mar 31, 2020, 7:01 PM IST

বাঁকুড়া, 31 মার্চ : মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বাঁকুড়ার ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালকে কোরোনা হাসপাতালে রূপান্তরিত করা হচ্ছে । গতকাল মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছেন । এদিন বাঁকুড়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ, জেলা পুলিশ সুপার কোটেশ্বর রাও, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেন ওন্দা হাসপাতালটিকে পরিদর্শন করেন । হাসপাতাল সূত্রে জানা যায়, কোরোনা হাসপাতাল গড়তে হলে কী কী পরিকাঠামো প্রয়োজন রয়েছে তার তালিকা ইতিমধ্যে হাসপাতাল প্রশাসনের তরফে জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয়েছে ।

অন্যদিকে, পরবর্তী পদক্ষেপ স্বাস্থ্য ভবনের নির্দেশ আসার পর নেওয়া হবে বলে জানান জেলাশাসক । এছাড়াও তিনি জানান, বর্তমানে যে সমস্ত রোগী এই হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের এখান থেকে স্থানান্তরিত করা হবে না । তাদের যে চিকিৎসা চলছে তা এখানেও চলবে ।

বর্তমানে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে 282টি শয্যা রয়েছে । যার মধ্যে 180টি কার্যকর রয়েছে । 10 শয্যাবিশিষ্ট CCU রয়েছে এখানে । ভেন্টিলেশন রয়েছে 3টি । এই মুহূর্তে হাসপাতালে প্রায় 30 জন রোগী রয়েছেন বিভিন্ন বিভাগে । হাসপাতালের বর্তমান ডাক্তার সংখ্যা 32 । হাসপাতালে কর্মরত অবস্থায় রয়েছেন 73 জন নার্স । তবে এখানে কোন GDA কর্মী নেই । স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে GDA-দের এখানে আসার নির্দেশ রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details