বাঁকুড়া, 5 নভেম্বর : আজ বাঁকুড়ায় দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে আসছেন অমিত শাহ ৷ বাঁকুড়া সদর থানার চতুরডিহি গ্রামের দিনমজুর আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজন করবেন তিনি ।
বৃহস্পতিবার আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজ অমিত শাহর ৷ বিভীষণ হাঁসদা পেশায় দিনমজুর ৷ তবে জমি আছে তাঁর ৷ তারপরও কোনওমতে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার চালান । এরমধ্যে মঙ্গলবার হঠাৎ তাঁর কাছে খবর আসে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়িতে বৃহস্পতিবার মধ্যাহ্নভোজ করবেন । ইতিমধ্যে প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে স্থানীয় BJP সাংসদ তার বাড়িতে ব্যবস্থাপনা খতিয়ে দেখতে একাধিক এসেছেন ৷
তাঁর বাড়িতে যে কোনওদিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যাহ্নভোজন করবেন, এমনটা স্বপ্নেও ভাবেননি বিভীষণ হাসদা ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য অবশ্য বিশেষ মেনু থাকছে না । সাধারণ নিম্নবিত্ত পরিবার যেমন ডাল-আলু পোস্ত-ভাত-সবজিতে মধ্যাহ্নভোজন সারে, অমিত শাহর জন্যও তাই রান্না হবে, জানিয়ে দিলেন গৃহকর্তা ।
ইতিমধ্যে বিভীষণ হাসদার বাড়ির দখল নিয়েছে কেন্দ্রীয় বাহিনী । কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে বিভীষণের বাড়িসহ গোটা গ্রাম । বুধবার সকাল থেকেই বাড়িতে দেখা গেল সাজ সাজ রব। সাঁওতালি প্রথা অনুযায়ী বাড়িতে দেওয়া হচ্ছে রং ও মাটির আলপনা ৷ অতিথি বরণে প্রস্তুত বাঁকুড়ার চতুরডিহি গ্রাম ।