বাঁকুড়া, 5 অগাস্ট : বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ফের কোরোনা সংক্রমণ । এবার আক্রান্ত হল এক নার্স ও এক রোগী । আজ 75 জনের সোয়াবের নমুনা সংগ্রহের পাশাপাশি দু'টি বিভাগে রোগী ভরতি বন্ধ করা হয়েছে ।
গত মাসে দু'জন চিকিৎসক, একজন নার্স কোরোনায় আক্রান্ত হন । এবার নতুন করে ENT বিভাগের এক নার্স কোরোনায় আক্রান্ত হয়েছেন । আজ তাঁর রিপোর্ট পজ়িটিভ আসে ।এছাড়াও মেল সার্জিক্যাল বিভাগের এক রোগীর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টও পজ়িটিভ এসেছে ।