পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রসূতি ও সদ্যোজাতর মৃত্যু, বিষ্ণপুর সুপার স্পেশালিটিতে ভাঙচুর - Medical

শিশু ও প্রসূতি মৃত্যুর প্রতিবাদে ভাঙচুর করা হয় বিষ্ণপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ৷

রবিবার পাত্রসায়রের পায়রাশোল গ্রামের বাসিন্দা বুল্টি বারিককে বিষ্ণুপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়

By

Published : Sep 16, 2019, 11:17 PM IST

Updated : Sep 16, 2019, 11:22 PM IST

বিষ্ণুপুর, 16 সেপ্টেম্বর : চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ৷ আজ বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সদ্যোজাত কন্যাসন্তান ও তার মায়ের মৃত্যু হয়৷ পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতিতেই এই ঘটনা ৷

শিশু ও প্রসূতি মৃত্যুর প্রতিবাদে ভাঙচুর করা হয় হাসপাতাল ৷ বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা । এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় হাসপাতালে ।

রবিবার পাত্রসায়রের পায়রাশোল গ্রামের বাসিন্দা বুল্টি বারিককে বিষ্ণুপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । আজ তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন । জন্মের কিছুক্ষণ পর শিশুটি মারা যায় । পরে দুপুরে মৃত্যু হয় বুল্টি বারিক নামে ওই প্রসূতিরও । মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলে বিকেলে হাসপাতালে ভাঙচুর করেন মৃতের আত্মীয়রা । পুলিশ হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

রবিবার পাত্রসায়রের পায়রাশোল গ্রামের বাসিন্দা বুল্টি বারিককে বিষ্ণুপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়

মৃতের বাবা সত্যনারায়ণ ভুঁই ও আত্মীয় কামাখ্যা বারিক এই মৃত্যুর ঘটনায় কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন ৷ হাসপাতালের সুপার সুব্রত রায় প্রসূতি ও তাঁর সন্তানের মৃত্যুর কথা স্বীকার করে বলেন, মৃতের বাড়ির তরফে তাঁর কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখবে বলে তিনি জানান ।

Last Updated : Sep 16, 2019, 11:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details