পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাঁকুড়ায় স্বচ্ছতা অভিযানে NCC - NCC on cleanliness campaign

NCC আধিকারিক অরুণাভ ব্যানার্জি বলেন, "দেশ গঠনে NCC-র ভূমিকা অপরিসীম ।"

বাঁকুড়ায় স্বচ্ছতা অভিযানে NCC

By

Published : Aug 24, 2019, 12:35 PM IST

বাঁকুড়া, 24 অগাস্ট : জেলা প্রশাসনের পর এবার স্বচ্ছতা অভিযানে নামল NCC । আজ সকালে বাঁকুড়া নতুনচটি সংলগ্ন এলাকার বাজারে স্বচ্ছতা অভিযানে নামে NCC-র প্রায় 100 ক্যাডেট । জেলা পরিষদের সভাধিপতি সহ অন্যারা এই অভিযানে উপস্থিত ছিলেন ।

NCC আধিকারিক অরুণাভ ব্যানার্জি বলেন, "দেশ গঠনে NCC-র ভূমিকা অপরিসীম । সাধারণ মানুষের মধ্যে ধারণা রয়েছে NCC শুধুমাত্র বাহিনীতে যোগদানের জন্য ক্যাডেট তৈরি করে । এই ধারণা ঠিক নয় । NCC স্বচ্ছ সমাজ তৈরিতেও ভূমিকা নেয় । দেশের বিভিন্ন মহল থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয় সবক্ষেত্রেই NCC-র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । সেই কারণেই বাঁকুড়া জেলাজুড়ে NCC এভাবেই স্বচ্ছতা অভিযানকে আরও বেশি সফল করার উদ্দেশ্যে এগিয়ে এসেছে ।"

ABOUT THE AUTHOR

...view details