হলদনারায়নপুর (বাঁকুড়া), 7 জুন : তিনশো বছরের ঐতিহ্য ৷ সাক্ষী দিচ্ছে বাঁকুড়া জেলার পশ্চিমের হদলনারায়ণপুরের রাজবাড়ি ৷ কারুকাজময় থাম, চওড়া দেওয়াল ৷
পাশাপাশি দুটি গ্রাম ৷ হদল আর নারায়ণপুর ৷ মিলেমিশে বাঁকুড়া জেলার পশ্চিমে হদলনারায়ণপুর ৷ বর্ধমানের নীলপুরের বর্ধিষ্ণু ঘোষ পরিবারের মুচিরাম ঘোষ বেরিয়েছিলেন ভাগ্য অন্বেষণে ৷ এসে পৌঁছান হদল গ্রামে ৷ তখন বিষ্ণুপুরে মল্লরাজাদের শাসন ৷
মুচিরামের সখ্যতা হয় মল্লরাজাদের সঙ্গে ৷ মল্লরাজারা হদল এবং নারায়ণপুরের জমিদারি দেন মুচিরাম ঘোষকে । দেন মণ্ডল উপাধিও ৷ এরপরই গড়ে ওঠে রাজবাড়ি ৷ একটা সময় রাজবাড়ির পাকশালায় একশোজনের ভাতের হাঁড়ি বসত । বৈঠকখানায় চলত গান-আড্ডা । আজও মণ্ডল পরিবারের দুর্গামন্দিরে পুজো হয় রীতি মেনে ৷ বিষ্ণুমন্দিরে হয় নিত্য পুজো ।