গোবিন্দনগর, 11 মার্চ : লেডিস হস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক চিকিৎসকের ৷ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গোবিন্দপুরে ৷ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ছিলেন তিনি ৷ নিছকই আত্মহত্যা না তাঁর মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ আছে , তার তদন্ত শুরু করেছে বাঁকুড়া থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম অঙ্কিতা মণ্ডল ৷ বাড়ি হাওড়ার সাত্রাগাঁছি এলাকায় ৷ বাঁকুড়া কলেজ ও হাসপাতালেরই সংশ্লিষ্ট লেডিস হস্টেলে থাকতেন তিনি ৷ গতকালই তাঁর ইন্টার্নশিপ শেষ হয়েছে ৷ সেকারণেই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ সেই অনুষ্ঠান শেষে গতকাল হসেটেলেরই 5 তলার ছাদে বন্ধুদের সঙ্গে গল্প করছিল অঙ্কিতা ৷ সেখান থেকে পড়েই মৃত্যু হয় তাঁর ৷