বাঁকুড়া, 19 ডিসেম্বর : শহরজুড়ে শীতের আমেজ ৷ আর তাতে বাঙালি ঘুরতে যাবে না, তা ভাবাই যায় না । গত বছর করোনার দাপটে ঘুরতে যাওয়ার প্ল্যান বাতিল হলেও, এবারের ছবিটা একেবারেই আলাদা । ওমিক্রনের আশঙ্কার মাঝেই চেনা ছন্দে মুকুটমণিপুর (Mukutmanipur is returning to its own rhythm) ৷
জঙ্গলমহল মানেই সারি সারি গাছ আর পাহাড়ের মেলবন্ধন ৷ সবুজে ঘেরা কালো পিচের রাস্তা জঙ্গলমহলকে আরও যেন সুন্দর করে তুলেছে ৷ আর তা উপভোগ করতেই রাজ্য-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক ছুটে আসেন এখানে । জঙ্গলমহলের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে মুকুটমণিপুর জলাধার, যা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ ৷ ‘বাঁকুড়ার রানি’ নামে পরিচিত এই অঞ্চলে গত দু'বছর কোভিড আবহে পর্যটকদের আনাগোনাতে ভাটা পড়লেও, সৌন্দর্যে কোনও ভাটা পড়েনি ।