পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Son Killed Mother: কুড়ুল দিয়ে কুপিয়ে মাকে খুন করল ছেলে - mother murdered by son in bankura

মা কে খুন করল ছেলে(Son Killed Mother)৷ কিন্তু কেন ? নেপথ্যে কী পারিবারিক অশান্তি নাকি ছেলে মানসিক বিকারগ্রস্ত হওয়াতেই মাকে খুন ? উত্তর খুঁজছে পুলিশ ৷

ETV Bharat
অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ

By

Published : Nov 13, 2022, 11:07 PM IST

বাঁকুড়া, 13 নভেম্বর: মৃদুলা কর্মকার(50) ৷ বাড়ি বাঁকুড়া জেলার হীড়বাঁধ থানার অন্তর্গত মলিয়ান অঞ্চলের লালবাজার গ্রামে ৷ শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ ছেলে অনুপ কর্মকারের কুড়ুলের কোপে মৃত্যু হয় তাঁর ৷

কিন্তু কী কারণে এই হত্যা, তা নিয়ে রীতিমতো ধন্দে এলাকাবাসী ৷ তবে তাঁদের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরেই এই খুন । স্থানীয় বাসিন্দাদের মতে, অভিযুক্ত অনুপ কর্মকার মানসিক বিকারগ্রস্ত ছিলেন । তার ফলেই এই ঘটনা ঘটিয়েছেন তিনি ৷

অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ

ঘটনার পর স্থানীয় হীড়বাঁধ থানায় খবর দেওয়া হলে, পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতলে পাঠায় । এর পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে হীড়বাঁধ থানার পুলিশ ৷ এই ঘটনার জেরে স্থানীয়রা রীতিমতো আতঙ্কে রয়েছেন ৷ তাঁরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন । পুলিশ অভিযুক্ত অনুপ কর্মকারকে রবিবার খাতড়া মহকুমা আদালতে তোলে ।

আরও পড়ুন:স্ত্রীকে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টা ! গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

ABOUT THE AUTHOR

...view details