ছাতনা, 27 মে : ছাতনায় ফের কোরোনা আক্রান্তের খোঁজ । এবার একসঙ্গে 10 জনের বেশি কোরোনা আক্রান্তের হদিস মিলল বাঁকুড়ার এই বিধানসভা এলাকায় । গতকাল রাতের অন্ধকারে তাঁদের কোরোনা চিকিৎসার জন্য চিহ্নিত জেলার বিভিন্ন হাসপাতালে ভরতি করা হয়েছে ।
ছাতনায় একদিনে 10-এর বেশি কোরোনায় আক্রান্ত
একসঙ্গে 10 জনের বেশি কোরোনা আক্রান্তের হদিস মিলল ছাতনায় । কিন্তু, 10 জনের বেশি বলতে ঠিক কতজন তা নিশ্চিত করে এখনও প্রশাসনের তরফে জানানো হয়নি । তবে সূত্রের খবর, গতকাল 11- 12 জনের রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে ।
গত সপ্তাহেই ছাতনায় দু'জনের রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে । তাঁদের মধ্যে একজন দুর্গাপুরের হাসপাতালে ভরতি । আর একজন কলকাতায় পালিয়ে যাওয়ায় সংশ্লিষ্ট প্রশাসনকে তাঁর কোরোনায় আক্রান্ত হওয়ার তথ্য পাঠানো হয়েছে । এরপর গতকাল ছাতনায় 10 জনের বেশি মানুষের রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া যায় বলে প্রশাসন সূত্রে খবর । কিন্তু 10 জনের বেশি বলতে ঠিক কতজন তা নিশ্চিত করে এখনও প্রশাসনের তরফে জানানো হয়নি । তবে সূত্রের খবর, গতকাল 11- 12 জনের রিপোর্টে কোরোনা পজ়িটিভ পাওয়া গেছে ।
কোরোনা আক্রান্তদের মধ্যে বেশিরভাগই সম্প্রতি মুম্বই থেকে ফিরেছেন । তাঁরা সেখানে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন । এই কোরোনা আক্রান্তদের হদিস মিলতেই গতকাল রাতেই তাঁদের জেলার বিভিন্ন হাসপাতালে ভরতি করা হয় । এই পুরো বিষয় নিয়ে জানতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হয় । কিন্তু তিনি ফোন ধরেননি ।