বাঁকুড়া, 4 জুন : বাঁকুড়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা একদিনে বাড়লো 15 জন । আক্রান্তের অধিকাংশই পরিযায়ী শ্রমিক, স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর । ওন্দা কোরোনা হাসপাতালে আক্রান্তরা চিকিৎসাধীন । মঙ্গলবার পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা 56 ছিল । নতুন করে আরও 15 জন আক্রান্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 71 জন ।
সক্রিয় আক্রান্ত ছিলেন 38 জন । যা বর্তমানে বেড়ে হল 52 । সুস্থ হয়ে বাড়ি ফিরে ছিলেন 18 জন । তারপরে নতুন করে কেবলমাত্র একজনের সুস্থ হওয়ার খবর পাওয়া গিয়েছে । বর্তমানে সুস্থ হওয়ার সংখ্যা হল 19 জন ।
জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, 22 মে এর আগে বাঁকুড়া জেলা ছিল গ্রিন জ়োনে । 22 মে বাঁকুড়ার পাত্রসায়রে প্রথম কোরোনা আক্রান্তের খবর মেলে । কলকাতা থেকে আসা এক কিশোরের শরীরে কোরোনা ধরা পড়েছিল । তারপর ছাতনাতে একসঙ্গে 12 জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মেলে । ছাতনার কোরোনা আক্রান্তেরা সকলেই ছিলেন মহারাষ্ট্র থেকে ফেরা পরিযায়ী শ্রমিক ।