পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বড়জোড়ায় সমবায় সমিতিতে দেড় কোটি টাকা তছরুপের অভিযোগ, গ্রেপ্তার 1 - সমবায় সমিতিতে আর্থিক তছরুপ

সদস্যদের অভিযোগের ভিত্তিতে থানায় ডেপুটেশন দিয়েছিলেন বিধায়ক । তারপর তদন্তে সামনে আসে আর্থিক তছরুপের বিষয়টি । তদন্তের রিপোর্ট অনুযায়ী, প্রায় দেড় কোটি টাকার হিসেবে গরমিল রয়েছে ।

Money Corruption
টাকা তছরুপ

By

Published : Dec 5, 2019, 10:33 PM IST

Updated : Dec 7, 2019, 8:27 PM IST

বড়জোড়া, 5 ডিসেম্বর : কখনও ঋণ নিলে সরকারি ভর্তুকি দেওয়া হচ্ছিল না । আবার কখনও জমানো টাকা তুলতে গেলে ফিরিয়ে দেওয়া হচ্ছিল । তাই সমস্যার সমাধানে স্থানীয় বিধায়কের দ্বারস্থ হয় এলাকাবাসী । তাদের কথা শুনে থানায় ডেপুটেশন দেন বিধায়ক সুজিত চক্রবর্তী । তারপর শুরু হয় তদন্ত । সেই তদন্তেই ভৈরবপুর গ্রামের কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে আর্থিক তছরুপের বিষয় সামনে আসে । তদন্তের রিপোর্ট অনুযায়ী, প্রায় দেড় কোটি টাকার হিসেবে গরমিল রয়েছে । সূত্র মারফত এই আর্থিক তছরুপের কথা জানতে পেরে সরাসরি ভৈরবপুর গ্রামে যান ETV ভারতের প্রতিনিধি । কথা বলেন প্রতারিতদের সঙ্গে । তাঁরা সরাসরি অভিযোগের আঙুল তোলে সমবায় সমিতির ম্যানেজার ও কোষাধ্যক্ষের দিকে ।

বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ভৈরবপুর গ্রামের কৃষি উন্নয়ন সমবায় সমিতি । প্রায় 1700 উপভোক্তা রয়েছে এই সমিতিতে । 13টি মৌজার বিভিন্ন গ্রামের মানুষ এই সমবায় সমিতির উপর নির্ভরশীল । ব্যাঙ্কিং পরিষেবা, সহায়ক মূল্যে ধান কেনা, জমির সার কেনাবেচা, স্বনির্ভর গোষ্ঠীদের ঋণদানের মতো কাজকর্ম হয়ে থাকে এই সমবায় সমিতিতে । কিছুদিন ধরে বিভিন্ন রকমের অভিযোগ উঠছিল সমবায় সমিতির কোষাধ্যক্ষ ও ম্যানেজারের বিরুদ্ধে । কারও অভিযোগ, জমানো টাকা তুলতে গেলে ফিরিয়ে দেওয়া হচ্ছে । আবার SHG নামক একটি স্বনির্ভর গোষ্ঠীর অভিযোগ, ঋণ নিলে সরকারি ভর্তুকি দেওয়া হত না । যতবারই ঋণ নেওয়া হয়েছে সমিতির তরফে জানানো হয়েছে, সরকার থেকে কোনও ভর্তুকি দেওয়া হচ্ছে না । সমস্যার সমাধান করতে বড়জোড়ার বিধায়ক সুজিত চক্রবর্তীর কাছে যান প্রতারিতরা । পুরো বিষয়টি তাঁকে জানান । তাঁদের অভিযোগের ভিত্তিতে থানার সার্কেল ইন্সপেক্টরের কাছে ডেপুটেশন দেন বিধায়ক সুজিত চক্রবর্তী । তারপরই শুরু হয় তদন্ত । সেই তদন্তেই সামনে আসে আর্থিক তছরুপের বিষয়টি । তদন্তের রিপোর্ট অনুযায়ী, 2017 থেকে এখনও পর্যন্ত প্রায় দেড় কোটি টাকার হিসেবে গরমিল রয়েছে ।

সূত্র মারফত খবর পেয়ে ভৈরবপুর গ্রামে যান ETV ভারতের প্রতিনিধি । সেখানে গিয়ে সমবায় সমিতির সদস্যদের সঙ্গে কথা বলেন । কেউ বললেন, "বাড়ি তৈরির জন্য প্রায় দেড় লাখ টাকা রেখেছিলাম । কিন্তু টাকা চুরি করে নিল কোষাধ্যক্ষ । এখন সরকার যদি কিছু অনুদান দেয় তবে আমরা উপকৃত হই ।"

কৃষি সমবায় সমিতিতে আর্থিক তছরুপের অভিযোগ । দেখুন ভিডিয়ো...

সমবায় সমিতির সদস্য লক্ষ্মী রাজের স্বামী প্রতিবন্ধী । সমিতিতে 60 হাজার টাকা রেখেছিলেন । কিন্তু তাঁর অভিযোগ, কোষাধ্যক্ষ 30 হাজার টাকা করে দু'বার তুলে নেয় । তারপর ফিক্সড করিয়ে দেয় টাকা । কিন্তু তার কোনও রশিদ দেয়নি । আর টাকাও ফেরত পাননি । তাই এতদিনের পুঁজি হারিয়ে কার্যত দিশেহারা লক্ষ্মী ।

আর্থিক তছরুপের বিষয়টি সামনে আসার পর থেকেই পলাতক কোষাধ্যক্ষ বিশ্বনাথ রাজ ও ম্যানেজার কুমারকান্তি রায় । তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে বিশ্বনাথ ও কুমারকান্তির বাড়িতে যান ETV ভারতের প্রতিনিধি । কিন্তু তাদের পরিবারের লোক জন স্পষ্ট জানিয়ে দেন, বাড়িতে নেই তারা । অন্যদিকে সংবাদমাধ্যমের তরফে খবর করার পর জেলা প্রশাসনের তরফে সমিতির চেয়ারম্যান, সম্পাদক, ম্যানেজার, ফিল্ড সুপারভাইজ়ার সহ তন্ময় গোস্বামী নামে এক ব্যক্তির বিরুদ্ধে বড়জোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ইতিমধ্যে সমিতির মনোনীত সেক্রেটারি নেপাল ঘোড়ুইকে গ্রেপ্তারও করা হয়েছে ।

একদিকে তদন্তের স্বার্থে মঙ্গলবার (3 ডিসেম্বর) থেকে বন্ধ সমবায় সমিতি । অন্যদিকে দুর্নীতির জেরে হারাতে বসেছে সমস্ত পুঁজি । এই সমস্যার সমাধান কী, তা এখনও অজানা ।

Last Updated : Dec 7, 2019, 8:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details