অসহায় হয়ে থাপ্পড় দেওয়ার কথা বলছেন মমতা : নরেন্দ্র মোদি - modi rally
ফাইল ফোটো
2019-05-09 10:35:44
বাঁকুড়ায় দলীয় প্রার্খীর সমর্থনে জনসভা করলেন নরেন্দ্র মোদি
বাঁকুুড়া, 9 মে : বাঁকুড়ার BJP প্রার্থী সুভাষ সরকারের সমর্থনে সভা করলেন নরেন্দ্র মোদি ।
নরেন্দ্র মোদির বক্তব্য -
- সব ভোট BJP-র বাক্সে পড়া উচিত
- আপনারা মনে রাখবেন নির্বাচনে মোদি লড়ছে না, লড়ছে বাঁকুড়া এবং বিষ্ণুপুরের লোক
- দিদির সেইসব মানুষের চিন্তা করা উচিত যাঁরা বেতন পাচ্ছেন না, মহার্ঘভাতা পাচ্ছেন না
- মোদি দিদির রাগের চিন্তা করে না, কারণ আমার পাশে মানুুষ আছে
- কয়লা খাদান থেকে তৃণমূল টাকা লুটছে আর শ্রমিকরাই টাকা পাচ্ছে না
- ক্ষমতার নেশায় বাংলাকে বরবাদ করছেন তিনি
- কেন্দ্রের টাকা লুট করে তৃণমূল সিন্ডিকেট চালাচ্ছে
- প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করেনি
- পশ্চিমবঙ্গের সব গরিবরা ঘর পাবেন, সবার বাড়িতে বিদ্যুৎ পৌঁছাবে
- অনেকের জন্য তিনি মমতা হতে পারেন কিন্তু গরিবদের কাছে মমতার কোনও চিহ্নও নেই
- ওনার শাসনে সকলেই হয়রান
- বাংলার মাটিতে পুজোও ভয়ে ভয়ে করতে হয়
- মমতা বুঝতে পারছেন তাঁর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে
- দিদির এই অহংকারেই বাংলার সর্বনাশ হয়েছে
- দিদি ফণীর রিভিউ মিটিংয়েও রাজি হননি
- ফণী পশ্চিমবঙ্গে ঢোকার পর আমি বারবার দিদিকে ফোন করেছিলাম, কিন্তু ইগোর কারণে তিনি দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলা প্রয়োজন মনে করেননি
- পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মানতে রাজি তিনি
- উনি দেশের প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে মানতে রাজি নয়
- দিদি দেশের সংবিধানকেও অপমান করেছেন
- অভিধানের সব গালি হজমের ক্ষমতা আমার আছে
- দিদি থাপ্পড় মারবেন বলেন, আমার তো গালি শোনার অভ্যাস আছে
- দিদি কতটা চিন্তায় আছেন তা ওনার বক্তব্যে প্রকাশ পায়
- নিজের কুর্সির জন্য মমতা দিদি বাংলার সর্বনাশ করেছেন
- রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে শান্তি আসুক বাংলায়
Last Updated : May 9, 2019, 3:11 PM IST