বাঁকুড়া, 30 জুন : করোনা পরিস্থিতিতে রক্তের সংকটও দেখা দিয়েছে ৷ তাই বিয়ের অনুষ্ঠানে প্রীতিভোজের বদলে আয়োজন করা হল রক্তদান শিবিরের ৷ অভিনব এই পন্থা অবলম্বন করে সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি ভাইপোর বিয়ের অনুষ্ঠান সারলেন ৷
করোনা পরিস্থিতিতে হাসপাতালে শয্য়া বা অক্সিজেন অভাবে ভুগেছে গোটা দেশ ৷ তার সঙ্গেই দেখা দিয়েছে রক্তের অভাবও ৷ এর মধ্যেই রাজ্যে বিভিন্ন হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে নানা সময় ৷ এই পরিস্থিতিতে বিয়ের আসরে রক্তদান শিবিরের আয়োজন করলেন বিধায়ক ৷ ভাইপোর বিয়ের প্রীতিভোজের অনুষ্ঠানের খরচ কমিয়ে কোভিড বিধি মেনে রক্তদান শিবির করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করলেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি ।
মঙ্গলবার সকাল থেকেই সোনামুখীর কুরুমপুর গ্রামে ঘরামি পরিবারে ছিল সাজো সাজো রব । প্রয়োজনীয় লোকাচার পালন করেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় ৷ তবে প্রীতিভোজের বদলে আয়োজন করা হয় রক্তদান শিবিরের ৷ আত্মীয়-পরিজন, পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে বিধায়ক কাকা দিবাকর নিজেও রক্ত দিলেন এদিনের শিবিরে । শুধু তাই নয়, প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় রক্তদান শিবিরের আয়োজক ঘরামি পরিবারের পক্ষ থেকে ।