পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাঁকুড়ায় BJP কর্মীর বাড়িতে হামলা, দোকানে আগুন - Bjp worker attacked

এক BJP কর্মীর বাড়িতে ও দোকানে হামলা চালিয়ে আগুন দিল দুষ্কৃতীরা। বাঁকুড়ার রানিবাঁধের ঘটনা। গতরাতে একদল দুষ্কৃতী স্থানীয় BJP কর্মী ও IT সেলের দায়িত্ব প্রাপ্ত অভিজিৎ দাসের বাড়িতে হামলা চালায়।

দুষ্কৃতী হামলা

By

Published : Mar 4, 2019, 11:29 PM IST

বাঁকুড়া, ৪ মার্চ : এক BJP কর্মীর বাড়িতে ও দোকানে হামলা চালিয়ে আগুন দিল দুষ্কৃতীরা। বাঁকুড়ার রানিবাঁধের ঘটনা। গতরাতে একদল দুষ্কৃতী স্থানীয় BJP কর্মী ও IT সেলের দায়িত্ব প্রাপ্ত অভিজিৎ দাসের বাড়িতে হামলা চালায়।
বাড়িতে ভাঙচুর চালায় ও বাড়ি সংলগ্ন অভিজিতের দোকানে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার খবর পেয়ে আজ BJP-র রাজ্য সহ সভাপতি সুভাষ সরকার ও জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র ঘটনাস্থানে যান। তাঁরা বলেন, "জঙ্গলমহলে BJP-র শক্তি ক্রমশ বাড়ছে। তাই তৃণমূল এই হামলা চালিয়েছে।"

এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details