মেজিয়া, 5 মার্চ: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র । তাপবিদ্যুৎ কেন্দ্রে চলছিল সুরক্ষা সপ্তাহ উদযাপন ৷ গতকাল সেই অনুুষ্ঠান চলাকালীনই ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা ।
গতকাল দুপুরে তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে শ্রমিকরা যখন সুরক্ষা সপ্তাহ উপলক্ষে শপথ নিচ্ছিলেন, ঠিক তখনই নজরে পড়ে কেন্দ্রের ২২০ KV সুইচ ইয়ার্ডের সামনে শুকনো ঘাস ও ঝোপঝাড়ে আগুন লেগেছে । মুহূর্তে কালো ধোঁয়ায় ভরতি হয়ে যায় গোটা এলাকা । শুকনো ঘাস-পাতার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে । খবর দেওয়া দমকলে ৷ দমকলের তিনটি ইঞ্জিন চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷