বাঁকুড়া, 3 অগাস্ট : আজ রাখি বন্ধন উৎসব। সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের এই দিনে হাতে রাখি পরানো হয় । তবে কোরোনা পরিস্থিতিতে বাঁকুড়া শহরে রাখির পরিবর্তে মাস্ক বিতরণ করে আজকের দিনটি পালন করছে বাঁকুড়াবাসী । ব্যতিক্রমী রাখি বন্ধন উৎসব ।
হাতে রাখির পরিবর্তে মাস্ক বিতরণ বাঁকুড়ায় - করুনা সচেতনতায় মাস্ক বন্ধন উৎসব
ব্যতিক্রমী রাখি বন্ধন উৎসব পালিত হল বাঁকুড়া শহরের বিভিন্ন স্থানে । হাতে রাখির পরিবর্তে মাস্ক তুলে দিয়ে কোরোনা সচেতনতা বাড়াতেই এমন কর্মসূচি গ্রহণ করল বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা ।
![হাতে রাখির পরিবর্তে মাস্ক বিতরণ বাঁকুড়ায় Mask distribution on raksha bandhan day](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:02:31:1596447151-wb-bnk-02-mask-bandhan-instead-of-rakhi-still-7203835-03082020133536-0308f-00917-263.jpg)
Mask distribution on raksha bandhan day
আজ সকাল থেকে শহরের বিভিন্ন রাজপথে মাস্ক বিতরণ করে দিনটি পালন করেন একাধিক রাজনৈতিক দলের কর্মীসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা । সামাজিক দূরত্ব বিধি মেনে, মুখে মাস্ক পরে পথচলতি মানুষকে মাস্ক বিতরণ করলেন । কোরোনা সচেতনতা বাড়াতেই এমন কর্মসূচি গ্রহণ করেছেন তাঁরা, জানালেন কর্মীরা ।
এছাড়া রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো আজ দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে থেকে বিভেদ দূর করে একে অপরের হাতে রাখি পরিয়ে দেয় ।