পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাতে রাখির পরিবর্তে মাস্ক বিতরণ বাঁকুড়ায়

ব্যতিক্রমী রাখি বন্ধন উৎসব পালিত হল বাঁকুড়া শহরের বিভিন্ন স্থানে । হাতে রাখির পরিবর্তে মাস্ক তুলে দিয়ে কোরোনা সচেতনতা বাড়াতেই এমন কর্মসূচি গ্রহণ করল বিভিন্ন দলের কর্মী-সমর্থকরা ।

Mask distribution on raksha bandhan day
Mask distribution on raksha bandhan day

By

Published : Aug 3, 2020, 10:57 PM IST

বাঁকুড়া, 3 অগাস্ট : আজ রাখি বন্ধন উৎসব। সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের এই দিনে হাতে রাখি পরানো হয় । তবে কোরোনা পরিস্থিতিতে বাঁকুড়া শহরে রাখির পরিবর্তে মাস্ক বিতরণ করে আজকের দিনটি পালন করছে বাঁকুড়াবাসী । ব্যতিক্রমী রাখি বন্ধন উৎসব ।

আজ সকাল থেকে শহরের বিভিন্ন রাজপথে মাস্ক বিতরণ করে দিনটি পালন করেন একাধিক রাজনৈতিক দলের কর্মীসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা । সামাজিক দূরত্ব বিধি মেনে, মুখে মাস্ক পরে পথচলতি মানুষকে মাস্ক বিতরণ করলেন । কোরোনা সচেতনতা বাড়াতেই এমন কর্মসূচি গ্রহণ করেছেন তাঁরা, জানালেন কর্মীরা ।

এছাড়া রাজনৈতিক এবং সামাজিক সংগঠনগুলো আজ দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে থেকে বিভেদ দূর করে একে অপরের হাতে রাখি পরিয়ে দেয় ।

ABOUT THE AUTHOR

...view details