সোনামুখী, 21 জুন : পারিবারিক অশান্তির সময় বঁটির আঘাতে খুন হলেন ব্যক্তি । মৃতের নাম বিধান ঘোষ । বাঁকুড়ার সোনামুখী থানার আড়ালকোলা গ্রামের ঘটনা ।
বিধান ঘোষ পেশায় দিনমজুর ছিলেন । প্রতিবেশীদের একাংশের তরফে জানা গেছে, প্রায় দিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন তিনি । তারপর স্ত্রী ও ছেলের সঙ্গে অশান্তি করতেন । গতকালও একইভাবে বাড়িতে এসে স্ত্রীর কাছে টাকা চান বিধান । তাঁর স্ত্রী টাকা দিতে অস্বীকার করায়, কুড়ুল নিয়ে মারতে যান । এরপর তাঁর ছেলে বাধা দিতে এলে অশান্তি চরমে ওঠে । ফের বঁটি নিয়ে স্ত্রীকে মারতে উদ্যত হন বিধান । দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলে । এর মাঝেই কোনওক্রমে বিধানের গলায় বঁটি বসে যায় । বঁটির আঘাতে গলার নলি কেটে যায় তাঁর । রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন । ঘটনাস্থানেই মৃত্যু হয় বিধানের ।