বাঁকুড়া, 28 জুন :বজ্রাঘাতে মৃত্যুর (Lightning Death) 48 ঘণ্টার মধ্যেই মৃতদের পরিবারের হাতে সরকারি সাহায্য তুলে দেওয়া হল ৷ বাঁকুড়ার রাজগ্রামে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে সাহায্য তুলে দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) ৷
বাঁকুড়ার রাজগ্রামে বাজে মৃত মাছ ব্যবসায়ী ভোলানাথ মল্লের পরিবারের হাতে সরকারিভাবে বিপর্যয় মোকাবিলা দফতরের পক্ষ থেকে দু লক্ষ টাকা তুলে দেওয়া হল ৷ তৃণমূল রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আজ মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সেই অর্থ তাঁদের হাতে তুলে দেন । সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এ দিন উপস্থিত ছিলেন প্রশাসনিক স্তরে বাঁকুড়া সদরের মহকুমাশাসক সুশান্ত কুমার ভক্ত, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া পৌর প্রশাসক অলকা সেন মজুমদার, জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা-সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব । বাঁকুড়া পৌর প্রশাসক অলকা সেন মজুমদারও ব্যক্তিগত ভাবে 50 হাজার টাকার পৃথক পৃথক দু'টি চেক তুলে দেন মৃতের পরিবারের হাতে ।
আরও পড়ুন:বিধানসভার অন্দরে মুকুলের শক্তিশেল সামলানো এখন বড় চ্যালেঞ্জ বিজেপির