বেলিয়াতোড় (বাঁকুড়া), 11 জানুয়ারি: স্ত্রী অসুস্থ ৷ তাই কাজ থেকে বাড়ি ফিরেই হাতে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ আনতে ছুটেছিলেন 43 বছরের মঙ্গল বাউরি ৷ কিন্তু, সেই ওষুধ নিয়ে আর বাড়ি ফেরা হল না তাঁর ৷ বদলে খবর এল স্থানীয় প্রশাসনের তরফ থেকে ৷ তারা জানাল, জঙ্গল লাগোয়া রাস্তায় উদ্ধার হয়েছে মঙ্গলের থেঁতলে যাওয়া নিষ্প্রাণ শরীর ! তাঁর হাতে থাকা প্রেসক্রিপশন দেখেই মঙ্গলের পরিবারকে চিহ্নিত করা হয় ৷ প্রাথমিক অনুমান, হাতির হামলাতেই (Elephant Attack) প্রাণ গিয়েছে হতদরিদ্র ওই রাজমিস্ত্রীর ! বাঁকুড়ার (Bankura) বেলিয়াতোড়ের (Beliatore) ঘটনায় শোকস্তব্ধ এলাকার বাসিন্দারা ৷ বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন মৃতের আত্মীয় ও পরিজনেরা ৷
মঙ্গলের ভাই জয়দেব বাউরি জানালেন, তাঁরা গরিব মানুষ ৷ মঙ্গলের চার সন্তান ৷ তার মধ্যে দুই মেয়ের কোনও বিয়ে দিয়েছেন ৷ আরও দুই সন্তান রয়েছে ৷ তারা বয়সে ছোট ৷ বাড়িতে অসুস্থ স্ত্রী রয়েছেন ৷ রাজমিস্ত্রীর কাজ করে রোজগার সামান্যই হত ৷ তবুও তাতে কোনও মতে সংসারটুকু চলে যেত ৷ কিন্তু, এখন সেই উপায়ও বন্ধ হয়ে গেল ৷ এরপর মঙ্গলের দুই ছোট সন্তানের ভরণপোষণ কীভাবে হবে, কীভাবেই বা তাঁর স্ত্রীর চিকিৎসা হবে, বুঝে উঠতে পারছেন না জয়দেব ৷ তাঁর নিজের অবস্থাও এমন কিছু ভালো নয় যে মঙ্গলের সংসারের দায়িত্ব নেবেন ৷