পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Elephant Attack: স্ত্রীর ওষুধ কিনতে গিয়ে হাতির শিকার ! প্রেসক্রিপশন দেখে খোঁজ মৃতের পরিবারের - হাতির হামলা

স্ত্রীর জন্য ওষুধ কিনতে গিয়ে আর ফেরা হল না বাঁকুড়ার (Bankura) বেলিয়াতোড়ের (Beliatore) বাসিন্দা মঙ্গল বাউরির ৷ প্রাণ গেল হাতির হামলায় (Elephant Attack) ৷

man died by Elephant Attack in Beliatore of Bankura
হাতির হামলায় মৃত্যু !

By

Published : Jan 11, 2023, 12:48 PM IST

কাঠগড়ায় বন দফতর ৷

বেলিয়াতোড় (বাঁকুড়া), 11 জানুয়ারি: স্ত্রী অসুস্থ ৷ তাই কাজ থেকে বাড়ি ফিরেই হাতে প্রেসক্রিপশন নিয়ে ওষুধ আনতে ছুটেছিলেন 43 বছরের মঙ্গল বাউরি ৷ কিন্তু, সেই ওষুধ নিয়ে আর বাড়ি ফেরা হল না তাঁর ৷ বদলে খবর এল স্থানীয় প্রশাসনের তরফ থেকে ৷ তারা জানাল, জঙ্গল লাগোয়া রাস্তায় উদ্ধার হয়েছে মঙ্গলের থেঁতলে যাওয়া নিষ্প্রাণ শরীর ! তাঁর হাতে থাকা প্রেসক্রিপশন দেখেই মঙ্গলের পরিবারকে চিহ্নিত করা হয় ৷ প্রাথমিক অনুমান, হাতির হামলাতেই (Elephant Attack) প্রাণ গিয়েছে হতদরিদ্র ওই রাজমিস্ত্রীর ! বাঁকুড়ার (Bankura) বেলিয়াতোড়ের (Beliatore) ঘটনায় শোকস্তব্ধ এলাকার বাসিন্দারা ৷ বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন মৃতের আত্মীয় ও পরিজনেরা ৷

মঙ্গলের ভাই জয়দেব বাউরি জানালেন, তাঁরা গরিব মানুষ ৷ মঙ্গলের চার সন্তান ৷ তার মধ্যে দুই মেয়ের কোনও বিয়ে দিয়েছেন ৷ আরও দুই সন্তান রয়েছে ৷ তারা বয়সে ছোট ৷ বাড়িতে অসুস্থ স্ত্রী রয়েছেন ৷ রাজমিস্ত্রীর কাজ করে রোজগার সামান্যই হত ৷ তবুও তাতে কোনও মতে সংসারটুকু চলে যেত ৷ কিন্তু, এখন সেই উপায়ও বন্ধ হয়ে গেল ৷ এরপর মঙ্গলের দুই ছোট সন্তানের ভরণপোষণ কীভাবে হবে, কীভাবেই বা তাঁর স্ত্রীর চিকিৎসা হবে, বুঝে উঠতে পারছেন না জয়দেব ৷ তাঁর নিজের অবস্থাও এমন কিছু ভালো নয় যে মঙ্গলের সংসারের দায়িত্ব নেবেন ৷

আরও পড়ুন:ঝাড়গ্রামে ফের হাতির হানায় মৃত্যু মহিলার

মঙ্গলরা বেলিয়াতোড় থানা এলাকার সংগ্রামপুর গ্রামের বাসিন্দা ৷ জঙ্গল ঘেঁষা এই বসত এলাকায় হাতির হানা নতুন কিছু নয় ৷ তবে, লোকালয়ের কাছাকাছি বন্যপ্রাণীর আনাগোনা শুরু হলে সাধারণত বন দফতরের তরফ থেকে এলাকাবাসীকে সতর্ক করা হয় ৷ কিন্তু, এক্ষেত্রে সেটা হয়নি ৷ জয়দেবের বক্তব্য, বন দফতর যদি হাতির বিষয়ে মাইকিং করত, তাহলে রাতের বেলা এভাবে ওষুধ আনতে যেতেন না মঙ্গল ৷ তাঁর উপর যে হাতির হামলা হয়েছে, এই বিষয়ে সকলেই একপ্রকার নিশ্চিত ৷ তবে, কেউ সেই ঘটনা ঘটতে দেখেছেন কিনা, সেটা এখনও স্পষ্ট নয় ৷

জয়দেব জানান, ঘটনার পর স্থানীয় প্রশাসন মঙ্গলের দেহ আবিষ্কার করে ৷ সেই দেহ কার, তা তারা জানত না ৷ কিন্তু, মঙ্গলের কাছে ছিল তাঁর স্ত্রীর প্রেসক্রিপশন ৷ সেই সূত্র ধরেই মঙ্গলের পরিবারকে চিহ্নিত করা হয় ৷ স্বামীর অপেক্ষায় যখন প্রহর গুনছেন মঙ্গলের স্ত্রী, তখনই তিনি জানতে পারেন, মানুষটা আর বেঁচে নেই !

ABOUT THE AUTHOR

...view details