বাঁকুড়া, 13 জুন : তৃণমূল নেত্রী যা ঠিক করবেন, সেটাই হবে ৷ তাঁর সিদ্ধান্তের সঙ্গে সবাই একমত ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) সাহায্য করার জন্য সবাই রয়েছেন ৷ রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সব্যসাচী দত্তের প্রত্যাাবর্তন প্রসঙ্গে এমনটাই জানালেন তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (sayantika banerjee) ৷ আজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বাঁকুড়া খ্রিস্টান কলেজে বৃক্ষরোপণ অনুষ্ঠানে অংশ নেন তৃণমূলের এই নেত্রী তথা অভিনেত্রী সায়ন্তিকা ৷ সেখানেই ভোটের আগে তৃণমূল ছেড়ে যাওয়া নেতাদের দলে ফেরার প্রসঙ্গে একথা বলেন তিনি ৷
পাশাপাশি মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তন এখনও পর্যন্ত ভোট পরবর্তী দলবদলে সবচেয়ে মেগা ইভেন্ট হয়ে রয়েছে ৷ যা নিয়ে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের জবাব, তৃণমূল আগাগোড়াই শক্তিশালী ৷ আর মুকুল রায় (mukul roy) অনেক অভিজ্ঞ এবং বর্ষীয়ান নেতা ৷ ওঁকে তৃণমূল নেত্রী দলে ফিরিয়ে নিয়েছেন ৷ ফলে বাকিরাও মুকুল রায়কে স্বাগত জানাবেন ৷ পাশাপাশি সায়ন্তিকা এও জানিয়েছেন, বাঁকুড়ার জন্য তিনি ভাল কাজ করতে চান ৷ আর তার জন্য তিনি মানুষের হয়ে কাজ করবেন ৷ আর এতে তৃণমূলের সংগঠন আরও শক্তিশালী হবে বলে মনে করেন রাজনীতিতে নবাগতা সায়ন্তিকা ৷