পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Didir Doot in Bankura: 'দিদির দূত' জয়প্রকাশ ঘুরলেন গ্রামে গ্রামে, কটাক্ষ লকেটের

'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে 'দিদির দূত' হিসেবে বাঁকুড়ার তালডাংরা বিধানসভার বেশ কয়েকটি গ্রামে ঘুরলেন জয়প্রকাশ মজুমদার (Didir Doot Jay Prakash Majumdar)৷ শুনলেন স্থানীয় বাসিন্দাদের অভাব অভিযোগ ৷

ETV Bharat
বাঁকুড়ার গ্রামে দিদির দূত জয়প্রকাশ মজুমদার

By

Published : Jan 18, 2023, 10:12 PM IST

দিদির দূত জয়প্রকাশ ঘুরলেন বাঁকুড়ার গ্রামে, কটাক্ষ লকেটের

বাঁকুড়া, 18 জানুয়ারি: 'দিদির সুরক্ষা কবচ' নিয়ে বাঁকুড়ার জঙ্গলমহলে গিয়ে এক বৃদ্ধার ক্ষোভের মুখে পড়লেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা 'দিদির দূত' জয়প্রকাশ মজুমদার । বুধবার তালডাংরা বিধানসভা এলাকার সিমলাপাল ব্লকের মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের জিরাবাইদ গ্রামে যান সপারিষদ যান তিনি । সেখানেই জয়প্রকাশ মজুমদারদের সরকারি পরিষেবা না পাওয়ার কথা বলেন ওই বৃদ্ধা ৷ যদিও জানা গিয়েছে, রেশন পেলেও আধার কার্ড না থাকার কারণে তিনি বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত ৷

এছাড়াও বেশ কয়েকটি গ্রাম ঘুরে এদিন স্থানীয় বাসিন্দাদের অভাব-অভিযোগ শোনেন জয়প্রকাশবাবু ৷ আশ্বস্ত করেন সব সমস্যা সমাধানের ৷ এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি সাংসদ তথা নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, "জয়প্রকাশ মজুমদার কয়েকবার দাঁড়ানোর চেষ্টা করেছেন ৷ তৃণমূলে লাথি খেয়েও ওই দলেই গিয়েছেন (Locket Chatterjee Slams Jay Prakash Majumdar)। এই অবস্থায় সম্মানটা কোথাও থাকে নাকি ?"

আরও পড়ুন :কাঁকসায় দিদির দূত হয়ে স্কুলে শিক্ষকের ভূমিকায় স্বয়ং পঞ্চায়েত মন্ত্রী

অন্যদিকে, এদিন বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের বীর সিং এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সম্মেলনে বিজেপির শক্তি প্রমুখ নিমাই মাল-সহ 50টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন । যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত-সহ অন্যান্যরা ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই যোগদান তৃণমূল কংগ্রেসের দলীয় সংগঠনকে একদিকে যেমন মজবুত করবে অন্যদিকে তেমনি বিজেপির পায়ের তলার মাটি দুর্বল হল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী বিজেপির শক্তির প্রমুখ নিমাই মাল বলেন, "বিজেপিতে থেকে কিছু করা সম্ভব নয় ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়ন করছেন তাই সেই উন্নয়নের শরিক হতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম ।"

যদিও এই বিষয়ে শাসকদলকেই কটাক্ষ করেছেন সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি । তাঁর কথায়, "2021 সাল পর্যন্ত নিমাই মাল বিজেপির শক্তি প্রমুখ ছিল ৷ পরবর্তী সময়ে পার্টির সঙ্গে সেভাবে না থাকায় এই মুহূর্তে তিনি দলের কোনও দায়িত্বেই নেই । তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে তাদেরকে যোগদান করাচ্ছে ৷ যোগদানকারীরা কখনওই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না ।"

আরও পড়ুন :বাড়ি গিয়ে না-পেয়ে সুজনের সঙ্গে ফোনালাপ 'দিদির দূত' লাভলীর

ABOUT THE AUTHOR

...view details