বাঁকুড়া, 9 মার্চ:তৃণমূলের কাছে বিজেপি নেতা কত টাকায় বিক্রি হয়েছেন, প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ? বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদারকে নিয়ে ঠিক এমনই মন্তব্য করলেন সাংসদ । বুধবার বাঁকুড়ায় দলীয় কর্মসূচীতে এমনই মন্তব্য করেন বিজেপি নেত্রী। সেখানে উপস্তিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও স্থানীয় সাংসদ ডাঃ সুভাষ সরকার। বিজেপি নেত্রী আরও বলেন, দলে পদটা বড় কথা নয়, পদ ছাড়াই অনেকে ভাল কাজ করছেন, উনি পদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছিলেন বলেও লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন (Locket Chatterjee Comment Leave Joyprakash)৷
এদিন তাঁর দলবদলের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে লকেট বলেন, "যাঁরা মিডিয়ার সামনে এসব কথা বলছেন তাঁরা কত টাকায় তৃণমূলের কাছে বিক্রি হয়েছেন তা জানতে হবে।" আগামিদিনে এরকম আরও রটানো হবে। দলীয় কর্মীদের বিভ্রান্ত হওয়া চলবে না বলেও তিনি জানান।