পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Locket on Joyprakash : 'চলে গিয়ে ভাল হয়েছে' জয়প্রকাশের তৃণমূলে যোগদান নিয়ে মন্তব্য লকেটের - Locket on Joyprakash

চলে গিয়ে ভাল হয়েছে। রাজনীতিকে পেশা হিসেবে বেছে নেওয়া এই সব মানুষকে চিহ্নিতকরণ করে বের করতে হবে ৷ মন্তব্য বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের(Locket Chatterjee Comment Leave Joyprakash)।

Locket Chatterjee Comment
'চলে গিয়ে ভাল হয়েছে' জয়প্রকাশের তৃণমূল যোগদান নিয়ে মন্তব্য লকেটের

By

Published : Mar 9, 2022, 8:35 PM IST

বাঁকুড়া, 9 মার্চ:তৃণমূলের কাছে বিজেপি নেতা কত টাকায় বিক্রি হয়েছেন, প্রশ্ন তুললেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ? বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদারকে নিয়ে ঠিক এমনই মন্তব্য করলেন সাংসদ । বুধবার বাঁকুড়ায় দলীয় কর্মসূচীতে এমনই মন্তব্য করেন বিজেপি নেত্রী। সেখানে উপস্তিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও স্থানীয় সাংসদ ডাঃ সুভাষ সরকার। বিজেপি নেত্রী আরও বলেন, দলে পদটা বড় কথা নয়, পদ ছাড়াই অনেকে ভাল কাজ করছেন, উনি পদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছিলেন বলেও লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন (Locket Chatterjee Comment Leave Joyprakash)৷

এদিন তাঁর দলবদলের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে লকেট বলেন, "যাঁরা মিডিয়ার সামনে এসব কথা বলছেন তাঁরা কত টাকায় তৃণমূলের কাছে বিক্রি হয়েছেন তা জানতে হবে।" আগামিদিনে এরকম আরও রটানো হবে। দলীয় কর্মীদের বিভ্রান্ত হওয়া চলবে না বলেও তিনি জানান।

'চলে গিয়ে ভাল হয়েছে' জয়প্রকাশের তৃণমূলে যোগদান নিয়ে মন্তব্য লকেটের

গত বিধানসভা ও পৌরভোটে মারধর আর ছাপ্পা দিয়ে তৃণমূল জিতেছে বলে অভিযোগ করেন লকেট চট্টোপাধ্যায়। বিজেপি নেত্রী বলেন, 'এরকম করে ভোট করার কী দরকার ছিল ! এমনিই 'জয়ী' বলে ঘোষণা করে দিলেই পারত'।

আরও পড়ুন:বিজেপিতে বাড়ছে বিদ্রোহ, সাময়িক ‘বরখাস্ত’ নেতাদের সঙ্গে বৈঠকে লকেট

আগামী পঞ্চায়েত ও লোকসভা ভোটে বিজেপি ভাল ফল করবে বলে তিনি আশাবাদী। লকেট চট্টোপাধ্যায়ের এই ধরনের মন্তব্য ঘিরে জেলায় রাজনৈতিক টানাপড়েন তুঙ্গে। উলটো দিকে জেলা তৃণমূল নেতা শিবাজি বন্দোপাধ্যায় বিজেপি নেত্রীর অভিযোগের ভিত্তিতে বলেন, ''কেউ প্রমাণ দিয়ে দেখিয়ে দিক বাঁকুড়া জেলায় পৌরভোটে কোনও সন্ত্রাস হয়েছে কি না, বিজেপি শূন্য ৷ তাই ওদের নেতাদের মাথার ঠিক নেই।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details