পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাঁকুড়ার তিন পৌর এলাকায় কমল লকডাউনের মেয়াদ - বাঁকুড়ার কোরোনা পরিস্থিতি

28 জুলাই বিকেল 5টা পর্যন্ত বাঁকুড়ার তিনটি পৌর এলাকায় লকডাউন চলবে । তবে খোলা থাকবে আদালত, ব্যাঙ্ক, পোস্ট অফিস, রান্নার গ্যাস, ওষুধের দোকান, দমকল সহ জরুরি পরিষেবা ।

 lockdown in 3 municipality areas in bankura
lockdown in 3 municipality areas in bankura

By

Published : Jul 26, 2020, 1:33 PM IST

বাঁকুড়া, 26 জুলাই : বাঁকুড়া জেলার তিন পৌর এলাকায় কমানো হল লকডাউনের মেয়াদ । আজ বিকেল পাঁচটা থেকে বাঁকুড়ার তিন পৌরসভা এলাকায় জারি হচ্ছে লকডাউন ।

তবে এই লকডাউন 30 জুলাই পর্যন্ত থাকছে না । চলবে 28 জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত । বাঁকুড়া জেলায় কোরোনার সংক্রমণ বাড়ায় 24 জুলাই প্রশাসনের তরফে বিশেষ বৈঠক করা হয় । বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখীতে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয় । প্রথমে ঠিক হয় 30 জুলাই পর্যন্ত চলবে লকডাউন । সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয় । আজ ফের বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, 30 জুলাই নয়, 28 জুলাই পর্যন্ত চলবে লকডাউন । লকডাউনের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে আদালত, ব্যাঙ্ক, পোস্ট অফিস, রান্নার গ্যাস, ওষুধের দোকান, দমকল পরিষেবা সহ সমস্ত জরুরি পরিষেবা ।

গত 24 ঘণ্টায় জেলায় আরও 43 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । আক্রান্তদের মধ্যে কয়েকজন একাধিক পৌর এলাকার বাসিন্দা বলে স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর । এই অবস্থায় রাজ্য সরকারের ঘোষিত লকডাউন ছাড়া বাঁকুড়া জেলার তিনটি পৌর এলাকায় প্রশাসনের তরফে নতুন করে এই লকডাউন জারি করা হচ্ছে ।

এদিকে বড়জোড়ায় রাজ্য সশস্ত্র পুলিশের 13 নম্বর ব্যাটেলিয়নের ব্যারাকে 50 জনের বেশি কোরোনায় আক্রান্ত বলে খবর । এই ব্যাটেলিয়ন ছাড়াও ওই ব্যারাকের কয়েকজন IRB জওয়ানও সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে । এই পরিস্থিতিতে বড়জোড়া চেম্বার অফ কমার্স এবং ব্যবসায়ী ষোলো আনা কমিটির তরফে আজ ও আগামীকাল দু'দিন সমস্ত বাজার-দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details