বাঁকুড়া, 26 জুলাই : বাঁকুড়া জেলার তিন পৌর এলাকায় কমানো হল লকডাউনের মেয়াদ । আজ বিকেল পাঁচটা থেকে বাঁকুড়ার তিন পৌরসভা এলাকায় জারি হচ্ছে লকডাউন ।
তবে এই লকডাউন 30 জুলাই পর্যন্ত থাকছে না । চলবে 28 জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত । বাঁকুড়া জেলায় কোরোনার সংক্রমণ বাড়ায় 24 জুলাই প্রশাসনের তরফে বিশেষ বৈঠক করা হয় । বাঁকুড়া, বিষ্ণুপুর ও সোনামুখীতে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয় । প্রথমে ঠিক হয় 30 জুলাই পর্যন্ত চলবে লকডাউন । সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয় । আজ ফের বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, 30 জুলাই নয়, 28 জুলাই পর্যন্ত চলবে লকডাউন । লকডাউনের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে আদালত, ব্যাঙ্ক, পোস্ট অফিস, রান্নার গ্যাস, ওষুধের দোকান, দমকল পরিষেবা সহ সমস্ত জরুরি পরিষেবা ।