বাঁকুড়া, 25 সেপ্টেম্বর: রাজ্যে যখন বামেদের সরকার তখনই সিদ্ধান্ত হয়েছিল নদীর এপাড় থেকে ওপাড়ে যাতায়াতের জন্য তৈরি হবে পাকাপোক্ত ব্রিজ ৷ ঘটা করে বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের গামিদ্যা এবং ওন্দা শহরের মাঝে ব্রিজ তৈরি নিয়ে দুই থেকে তিনবার ভিত্তি প্রস্তরও স্থাপন করা হয় । পরবর্তীতে রাজ্যে রাজনৈতিক পালা বদলের সঙ্গে সঙ্গে নদীর এপাড় থেকে ওপাড়ের সংযোগের জন্য মিলেছিল আশ্বাস । সেইমতো কাজও শুরু হয়েছিল ৷
কিন্তু আজও এই ব্রিজের কাজ অর্ধেকটা হয়ে দীর্ঘ 10 বছর ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে । কিন্তু কী কারণে ব্রিজের কাজ অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে তা সকলেরই অজানা । যেকোনও প্রয়োজন হলে গামিদ্যা-সহ বেশ কয়েকটি গ্রামের মানুষকে যেতে হয় ওন্দাতে । কিন্তু গামিদ্যা-সহ বেশ কিছু গ্রাম এবং ওন্দা শহরের মাঝখানের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দ্বারকেশ্বর নদী। সেখানেই তৈরি হচ্ছিল ব্রিজ ৷
নদী ব্রিজের কাজ সম্পূর্ণ না-হওয়ায় তা পারাপারের জন্য নৌকায় ভরসা ৷ তাতে করে সাইকেল, মোটর সাইকেল নিয়ে পারাপার করা যথেষ্টই ঝুঁকিপ্রবণ । ইতিমধ্যে দু'একটা দুর্ঘটনাও ঘটে গিয়েছে বলেও জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা । কিন্তু বারংবার বিষয়টি একাধিক প্রশাসনিক স্তরে জানানোর পরও বলার পরেও কোনও সুরাহা মেলেনি । এদিকে বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে বিরোধী শিবির ৷ ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন, "যেখান থেকে এই কাজ হওয়ার কথা সেই জায়গায় একাধিকবার জানিয়েছি ৷ কিন্তু বড় কোনও দুর্নীতি আছে বলেই এই কাজ অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে ।"