পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অপরিষ্কার শৌচালয়, হাসপাতাল থেকে অসুস্থ হয়ে ফিরছেন রোগীরা ! - kotulpur Hospital

কোতুলপুর গ্রামীণ হাসপাতালের শৌচালয় অপরিষ্কার । অসুস্থ হয়ে ফিরে যাচ্ছেন রোগীরা ।

অপরিষ্কার শৌচালয়

By

Published : Sep 12, 2019, 7:10 PM IST

Updated : Sep 12, 2019, 7:19 PM IST

কোতুলপুর(বাঁকুড়া), 12 সেপ্টেম্বর : রোগ নিরাময় দূর-অস্ত । হাসপাতালে এসে আরও বেশি অসুস্থ হয়ে ফিরে যাচ্ছেন রোগীরা । কারণ, অত্যন্ত অপরিচ্ছন্ন শৌচাগার । বাঁকুড়ার কোতুলপুর গ্রামীণ হাসপাতালের ঘটনা ।

কোতুলপুরের গোগড়া গ্রামে অবস্থিত কোতুলপুর গ্রামীণ হাসপাতাল । প্রায় কয়েকশো মানুষ রোজ এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন । আউটডোরে রোগীর সংখ্যা অনেক সময় হাজারের বেশি হয়ে যায় । কিন্তু, রোগী ও তাঁদের পরিজনদের অভিযোগ শৌচাগারগুলি নিয়মিত পরিষ্কার করা হয় না । ফলে তা ব্যবহার করা তো দূর-অস্ত, হাসপাতালে টেকাই দায় ।

তনু পাত্র নামে এক রোগীর আত্মীয়া বলেন, "এখানকার শৌচালয়গুলির যা অবস্থা রোগীকে সুস্থ করতে নিয়ে এসে নিজেরাই অসুস্থ হয়ে পড়ছি ।"

ভিডিয়োয় শুনুন নিতাই নন্দীর বক্তব্য

অপর এক রোগীর আত্মীয় সুকুমার সিং বলেন, "এভাবে চলতে থাকলে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়বে ।" শৌচালয় নিয়মিত পরিষ্কার করার দাবি জানিয়েছেন তিনি ।

কোতুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাই নন্দী বলেন, "বিষয়টি আমার নজরে এসেছে । এবিষয়ে BMOH-র সঙ্গে কথা হয়েছে । যত দ্রুত সম্ভব হাসপাতালের শৌচালয় পরিষ্কার করা হবে ।"

এবিষয়ে BMOH অরুণকুমার দাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা হলেও তাঁকে পাওয়া যায়নি ।

Last Updated : Sep 12, 2019, 7:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details